ধর্ষণের সর্বোচ্চ শাস্তির বিধান ধর্ষণ রোধে সহায়ক ভূমিকা রাখবে…. মোঃ মিজানুর রহমান মিজু

0
145
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান ধর্ষণ রোধে সহায়ক ভূমিকা রাখবে বলে দাবি করেছেন জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি)’র চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজু।
আজ ১১ অক্টোবর ২০২০ রোববার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “আগামীকাল ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিষয়টি মন্ত্রিসভায় উঠবে। দেশে ধর্ষণ ব্যাপক আকার ধারণ করায় সরকার মৃত্যুদন্ডের বিষয়টি বিবেচনা করছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনাকে এজন্য ধন্যবাদ জানাই। মৃত্যুদন্ডের বিধান ধর্ষণ রোধে ব্যাপক ভূমিকা রাখবে বলে আমরা মনে করি।”
তিনি বলেন, “বর্তমানে ধর্ষণ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। নারীর নিরাপত্তায় নিশ্চিতে আমাদের সকলের সচেতন হতে হবে। নারী-শিশু ধর্ষণ-নির্যাতন বন্ধে যার যার অবস্থান থেকে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তুলতে হবে। ধর্ষণকারী ও এর সহযোগীদের সামাজিকভাবে বয়কট করতে হবে। আমাদের চারাপাশে সন্দেহজনক যেকোন কর্মকান্ড দেখার সাথে সাথেই আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে। আসুন সবাই মিলে ধর্ষণ প্রতিরোধ করি, নিরাপদ বাংলাদেশ গড়ি।”

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here