নওগাঁয় নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

0
70
728×90 Banner

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান ইয়াছিন আলী প্রামাণিককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৪মার্চ) নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারকের নিকট আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান।
আটক ইয়াছিন আলী উপজেলার ১০নং নুরুল্যাবাদ ইউপি চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সূরা সদস্য।
জানাগেছে, গত ২৫ জানুয়ারি উপজেলার নুরুল্যাবাদ ইউপির হাজি পাড়ার একটি মসজিদে জামায়াত শিবিরের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছিলেন।
এসময় সংবাদে মান্দা থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫ জন জামায়াত শিবিরের নেতাকর্মীকে আটক করেছিলেন।
পুলিশের অভিযান চলাকালে ইউপি চেয়ারম্যান ইয়াসিন আলী টের পেয়ে কৌশলে সঠকে পড়েন।
এর উচ্চ আদালতের জামিন নিয়ে পরিষদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।
উচ্চ আদালতের জামিনের সময়সীমা শেষ হলে নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতে জামিন নিতে গেলে, জামিন না মঞ্জুর করে বিজ্ঞ আদালত আদালত তাকে কারাগারে পাঠান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here