নবীনগর শিল্পকলা একাডেমীর সংস্কৃতি উৎসব সমাপ্ত

0
172
728×90 Banner

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ৫দিন ব্যাপী সংস্কৃতি উৎসব মঙ্গলবার(০৭/০১) সমাপ্ত হয়েছে। ৫ দিনব্যাপী এ উৎসেব গত ৩ জানুয়ারী উদ্বোধনী দিনে সেরা কন্ঠের সেরা দশের মধ্যে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবাদুল করিম বুলবুল এমপি। সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমীর সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম। ওই অনুষ্ঠানে একাডেমীর সাথে জড়িত ১১ জনকে সংবর্ধনা এবং সেরা কন্ঠের সেরা দশ থেকে প্রতিযোগীতায় উর্তীন্ন স্বর্ণা চক্রবর্তী চ্যাম্পীয়ন, মিথিলা ২য় ও গোলাম হোসেন তৃতীয় স্থান অর্জনকারি ও অংশগ্রহনকারিদের পুরস্কার প্রদান করা হয়। ৪ জানুয়ারী শিল্পকলা কমিটির শিল্পীদের গান পরিবেশনা। ৫ জানুয়ারী মুক্ত নাট্য সংস্থার সহযোগীতায় স্থানীয় নাট্যগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় দুর্বার হাই রচিত ‘ময়নার চর’,৬ জানুয়ারী সিরাজ হায়দার রচিত ‘বেয়াদবী মাফ করবেন’ ও ৭ জানুয়ারী হুমায়ুন আহমেদ রচিত ‘১৯৭১’ নাটক মঞ্চস্থ্য হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here