নরসিংদীতে মোবাইল কোর্ট অভিযানে দেশীয় অস্ত্র সহ কিশোর গ্যাং এর ৪৬ সদস্য আটক

0
90
728×90 Banner

নরসিংদী থেকে হলধর দাস : নরসিংদীতে কোভিড-১৯ সংক্রমন নিয়ন্ত্রণ ও লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান এঁর নির্দেশনায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রইছ আল রেজুয়ান শনিবার নাগরীয়া কান্দি ব্রীজ সংলগ্ন নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় নজরপুর- নাগরীয়াকান্দি শেখ হাসিনা সেতু সংলগ্ন মেঘনা নদী থেকে দেশীয় অস্ত্র সহ কিশোর গ্যাং এর ৪৬ সদস্য আটক করে।
নরসিংদী মিডিয়া সেল সূত্রে জানা যায়, শেখ হাসিনা সেতু ও আশপাশ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে ৪৬ জনের বৃহৎ এই কিশোর গ্যাং এর একটি দল ইঞ্জিনচালিত স্টিল বোডের একটি নৌকা নিয়ে সজোড়ে সাউন্ড বক্স বাজিয়ে মেঘনা নদীতে ঘোরাফেরা করছিল। বিষয়টি মোবাইল কোর্টের নজরে আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নৌকাটি আটক করার সিদ্ধান্ত নেন। বিষয়টি টের পেয়ে ধৃত আসামীরা নৌকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ভিডিবি সদস্যগণ স্পিডবোর্ড দিয়ে ধাওয়া করে নৌকাটি আটক করতে সমর্থ হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নৌকায় অবস্থারত যাত্রীদের প্রশ্ন করলে তারা কোন সঠিক উত্তর দিতে ব্যর্থ হয়।
পরে নৌকার ভিতরে তল্লাশি করে প্লাস্টিকের বস্তায় রাখা বিভিন্ন প্রকারের ধারালো দেশীয় অস্ত্র যথা- চাপাতি, চাইনিজ কুড়াল,রামদা,রড ও নাইনচাক্কু উদ্ধার করে।
কিশোর গ্যাংটি নরসিংদী পৌর এলাকার কাউরিয়া পাড়া, শালিধা, মাধবদী থানাধীন চাঁন্দের পাড়া ও নজরপুর ইউনিয়নের বাসিন্দা।
যাচাই বাচাই করে আটককৃত কিশোর গ্যাং এর ৭ জনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় এক্সিকিটিভ ম্যাজিস্ট্রেট নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়মিত মামলা দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন।
বাকী অন্য সদস্যদের বয়স কম হওয়ায় তা বিবেচনা করে মোবাইলহ কোর্টের আওতায় জরিমানা করা হয়। অতপর কমবয়সীদের মোসলেকা নিয়ে তাদের পিতামাতার কাছে হস্তান্তর করা হয়।
আনসার, ভিডিপি দলনেতাগণ, বিজিবি ও জেলা পুলিশ নরসিংদীর সদস্যণন সার্বিক সহযোগিতা করেন।
জেলা প্রশাসন নরসিংদী মোবাইল কোর্ট চলমান থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রট মোঃ রইস আল রেজোয়ান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here