নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণসমাবেশ

0
103
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): গণতান্ত্রিক বাম ঐক্য’র উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে চাল, ডাল, আলু, ভোজ্য তৈলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় গণসমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক মোর্চার আহ্বায়ক মোহাম্মদ মাসুম, সমাজতান্ত্রিক মজদুর পার্টির কেন্দ্রীয় সদস্য সিরাজুল ইসলাম, কৃষক নেতা বিধান দাস সহ আয়োজক সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, “শাসকের অনুগ্রহভাজন মজুদদার ও সিন্ডিকেটের দৌরাত্মে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের (মোটা চাল, ডাল, ভোজ্য তেল, পেঁয়াজ, চিনি, সবজি) বাজারে চরম মুনাফাবাজি চলছে। এর ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য খেটে খাওয়া মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে। সরকার কর্তৃক আলুর দাম বেঁধে দেওয়ার পরও আলুর দামে লাগাম লাগানো যায়নি। একদিকে করোনা মহামারিতে জনগণের আর্থিক অবস্থা সঙ্গীন অপরদিকের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস উঠেছে।”
তাঁরা বলেন, “আমরা সরকারের প্রতি আহ্বান জানাই অনতিবিলম্বে কালোবাজিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন। অন্যথায় দেয়ালে পিঠ ঠেকে গেলে জনগণ রাজপথে নামতে বাধ্য হবে। তখন অসাধু মজুদদার ও সিন্ডিকেট ব্যবসায়ীদের পাশাপাশি আপনাদেরও চেয়ার কেঁপে উঠবে।”

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here