নিরাপদ ইন্টারনেটে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা অ্যাপস তৈরীর আহ্বান

0
122
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: আজ ৭ সেপ্টেম্বর ২০২০ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ নিরাপদ ইন্টারনেটে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা অ্যাপস তৈরীর আহ্বান জানিয়ে বলেছেন, গত ১৬ মার্চ থেকে এখন পর্যন্ত স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য একমাত্র মাধ্যম ইন্টারনেটে অনলাইন পাঠদান। কিন্তু ইন্টারনেট সকলের জন্য কি ব্যবহার উপযোগী হিসেবে গড়ে উঠেছে। আইনানুযায়ী ১৮ বছরের নীচে কেউ স্মার্ট ফোন, ইন্টারনেট ব্যবহার করতে পারে না। কিন্তু বাস্তবতা বিচার-বিবেচনায় নিয়ে আজ প্লে থেকে শুরু করে বিশ^বিদ্যালয় পড়ুয়া সকল ছাত্র-ছাত্রীকেই ইন্টারনেট ব্যবহার করতে হচ্ছে। যদিও শতভাগ ছাত্র-ছাত্রীকে ইন্টারনেট দেওয়া সম্ভব হয়নি। তারপরও যারা এখন পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করছে তাদের নিরাপত্তার জন্য এখন পর্যন্ত কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। আমরা যখন ইন্টারনেটের মূল্য কমিয়ে সকলের জন্য ব্যবহার উপযোগী করার কথা বলছি তখন আমাদের এর অপব্যবহারের দিকটি ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় আনতে হয়। ইতিমধ্যে এর অপব্যবহার আমাদেরকে উদ্বেগের মধ্যে ফেলে দিয়েছে এতে কোন সন্দেহ নেই। আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলি তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য তাদের নিজস্ব কোন অ্যাপস তৈরী করতে সক্ষম হয়নি। তারা হয় তাদের পেজ, ইউটিউব বা ফেসবুক ব্যবহার করে শিক্ষাদান করছেন। এতে করে বাড়ছে ঝুকি। বাবা-মারা কোমলমতি শিশুর হাতে তুলে দিতে বাধ্য হচ্ছে স্মার্টফোন বা ল্যাপটপ। শিশুদের স্বভাবজাত প্রক্রিয়া হচ্ছে অতি উৎসাহী থাকা। যখন এ সমস্ত যোগাযোগ মাধ্যম খুলছে ঠিক তখনই বিকৃত ওয়েব সিরিজ, টিকটকের অপসংস্কৃতি বা ইউটিউবের রঙিন জগত তাদের আকৃষ্ট করছে। একই সাথে হ্যাকারদের ম্যালওয়ারযুক্ত ম্যাসেজও ক্লিক করে ফেলতে পারছে। এতে একদিকে শিক্ষার্থী অন্যদিকে অভিভাবকরাও বিপদে পড়তে যাচেছ। আমাদের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে একটি অ্যাপসের আওতায় এনে তাতে আলাদা আলাদা আইডি তৈরী করে অনলাইনে পাঠদান করলে ছাত্র-ছাত্রীদের অন্যকোন মাধ্যম ব্যবহারের সুযোগ থাকবে না। একই সাথে এই সকল অ্যাপস সরকারিভাবে ফ্রি ব্যবহার করার সুযোগ দিলে ইন্টারনেট ব্যবহারের খরচও অনেকাংশে কমে আসবে। একই সাথে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা নিরাপত্তার আওতায় আসবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here