পরকীয়ার সন্দেহে খুন হলেন রাজিব

0
297
728×90 Banner

মোঃ বায়েজীদ হোসেন : গাজীপুর মহানগরীর ২৬নং ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকার মোঃ মনু মিয়া গত ২৫ অক্টোবর রাতে গাজীপুর সদর মেট্রো থানায় অভিযোগ করেন যে, তার ছেলে মোঃ রাজিব (২০), গত ১৬ অক্টোবর রাত আনুমানিক ১০ ঘটিকার সময় সদর থানাধীন মিতালি পাড়ার’ তার মেয়ে সুমি আক্তার এর বাসায় থাকা অবস্থায় মোবাইল ফোনের কল পেয়ে বাসা থেকে বের হয়ে যায়। তারপর রাজিব এর কোন সন্ধান পাননি। উক্ত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্তপূর্বক সাব্বির (২৬) নামক ব্যক্তিকে ২৭ অক্টোবর রাত সাড়ে ১১টায় আটক করে থানায় নিয়ে যায়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাব্বির স্বীকার করে যে, তার স্ত্রী মলি (২১) এর সাথে রাজিব এর পরকীয়া সম্পর্ক ছিল এবং সে ও রাজিব বিভিন্ন সময়ে এক সাথে ইয়াবা সেবন করতেন। তাই গত ১৬ অক্টোবর রাত অনুমান ১০ ঘটিকায় রাজিবকে ফোনে ডেকে নিয়ে শিববাড়ী থেকে তাকওয়া পরিবহনের বাসে উঠিয়ে টান কড্ডা ব্রীজের নিকট নিয়ে যায়। সেখানে মোঃ রাজিব, সাব্বির ও সাব্বিরের গাড়ীর হেলপার মেহেদী একসঙ্গে ইয়াবা সেবন করে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাব্বির ও মেহেদী গাড়ী পরিস্কার করার ব্রাশ দিয়ে রাজিবের মাথায় উপর্যুপরী আঘাত করে রক্তাক্ত অবস্থায় তাকে ব্রীজ থেকে নদীতে ফেলে দেয়। এ বিষয়ে সদর থানার মামলা নং- ৪২, ২৮/১০/২০, ধারাঃ ৩৬৫/৩৪ পিসি রুজু করা হয়। আসামী সাব্বির ৩০ অক্টোবর বিজ্ঞ আদালতে কাঃ বিঃ ১৬৪ ধারা প্রদত্ত জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেন। মামলা তদন্তকারী কর্মকর্তা আলামত হিসেবে তাকওয়া পরিবহনের বাস (গাজীপুর-জ-১১-২৩৭) ও ভিকটিম রাজিব’কে আঘাত করার গাড়ী পরিস্কার করার ব্রাশ জব্দ করেন এবং ভিকটিমের লাশ উদ্ধারের লক্ষে বাংলাদেশের সকল থানায় বেতার বার্তা প্রেরণ করেন। যার প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা জানতে পারেন যে, গত ২০ অক্টোবর আশুলিয়া নৌ- পুলিশ ফাঁড়ির এস.আই ময়নাল হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় একটি অপমৃত্যু মামলা নং- ৮৯, তাং-২০/১০/২০২০ইং দায়ের করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন যে, আশুলিয়া নৌ-পুলিশ ফাঁড়ির জিডি নং- ৩৫৫, তাং- ১৯/১০/২০২০ইং মূলে তুরাগ নদীতে টহল চলাকালীন তিনি একটি উলঙ্গ অজ্ঞাতনামা পুরুষের মৃতদেহ পানিতে ভাসতে দেখতে পান। পরবর্তীতে তিনি লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক ময়না তদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। জিএমপি সদর থানার তদন্তকারী কর্মকর্তা এস.আই (নিঃ) ফিরোজ উদ্দিন উপরোক্ত ঘটনাটি তার মামলার বাদীকে অবগত করলে মামলার বাদী ও তার নিকট আতœীয়সহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে লাশ মোঃ রাজিব এর বলে শনাক্ত করেন এবং ঐদনিই লাশ নিয়ে রাত আনুমানিক ৯টায় বাদীর নিজ বাড়ী মুন্সিপাড়া কবরস্থানে দাফন করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here