পরীক্ষায় কম নম্বর পাওয়ায় শিক্ষকের মারপিটে আহত শিক্ষার্থী

0
105
728×90 Banner

মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও শহরে একটি কোচিং সেন্টারে শিক্ষকের মারপিটে একজন শিক্ষার্থী আহত হয়েছেন।
শনিবার দুপুর আড়াইটার দিকে শহরের সরকারপাড়া এলাকার নলেজ হাউজ কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী মাহির দাইয়ান মাহি (১১) সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ এলাকার মিজানুর রহমানের ছেলে। সে শহরের রয়েল কিন্টার গার্ডেনের ৫ম শ্রেণির ছাত্রী।
আহত শিক্ষার্থীর বাবা মিজানুর রহমান বলেন, শনিবার দুপুর নলেজ হাউজ কোচিং সেন্টারে গণিত পরীক্ষা ছিল। পরীক্ষায় আমার ছেলে মাহির দাইয়ান মাহি ১০০ নম্বরের মধ্যে ৫০ নম্বর পেয়েছে। পরীক্ষায় কম নম্বর পাওয়ায় ওই কোচিং সেন্টারের শিক্ষক মতিউর রহমান আমার ছেলেকে বেধরক চরথাপ্পর দেয়। এতে আমার ছেলের পিঠে ও মুখে কালসে দাগ হয়ে গেছে।
এ ঘটনায় তিনি ওই শিক্ষকের উপযুক্ত শাস্তির দাবি করেছেন। আহত শিক্ষার্থীকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, ঘটনার পর আহত শিক্ষার্থী মাহির দাইয়ান মাহি তার বাবাকে নিয়ে থানায় এসেছিল। শিক্ষার্থীর শরীরে আঘাতের দাগ দেখেছি। তাদেরকে মামলা দায়ের করার পরামর্শ দিয়েছি এবং অভিযুক্ত শিক্ষককে আটক করতে আমরা চেষ্টা করছি।
এদিকে অভিযুক্ত শিক্ষক মতিউর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here