গাজীপুরে রেলওয়ে প্রকৌশল কর্মচারীদের ৬ দফা দাবিতে মানববন্ধন

0
158
728×90 Banner

গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশ রেলওয়ে প্রকৌল বিভাগের কর্মচারীদের উদ্যোগে ছয়দফা দাবিতে গাজীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে জয়দেবপুর জংশনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় রাজশাহী থেকে ছেরে কমলাপুরগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি প্রায় ২০ মিনিটি মানববন্ধনের কারনে থেমে থাকে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে স্মরলিপি পেশ করে এক আলোচনা সভায় মিলিত হয় প্রকৌশল কর্মচারীরা। এতে রেলওয়ে প্রকৌশল বিভাগের সারা দেশের প্রায় কয়েকশ কর্মচারী উপস্থিত ছিলেন।মানববন্ধনে তাদের তুলেধরা দাবিগুলো হলো, প্রকৌশল বিভাগের সকল কর্মকর্তা এবং কর্মচারীগণকে সরকারী বিধি মোতাবেক ঝুঁকি ভাতা প্রদান করা, সাপ্তাহিক দুই দিনের ছুটি প্রদান নিশ্চিত অন্যথায় ছুটির দিনে অতিরিক্ত ডিউটির চার্জ প্রদান, প্রতিদিন দুপুরের খাবার এবং যোহরের নামাজ বিরতি এক ঘন্টাসহ আট ঘন্টা ডিউটি করার নিদের্শনা জারী, ইমারজেন্সি কাজের ক্ষেত্রে ওভার টাইম দেয়া, বিধি মোতাবেক পদোন্নতি এবং উচ্চতর গ্রেড প্রদান নিয়মিত ভাবে সুনিশ্চিত করার নিদের্শনা জারী।মানববন্ধন শেষে আলোচনা সভায় গাজীপুর রেলওয়ে প্রকৌশল বিভাগের সভাপতি মো: মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইশ^রদীর সভাপতি মো: নাছির উদ্দিন, খুলানার মো: লোকমান হোসেন, রাজশাহীর মো: সেন্টু, শান্তাহারের মো: আতিকুর রহমান, যশোরের আব্দুস সামাদ, চুয়াডাঙ্গার ইলিয়াস হাওলাদার, বামন ডাঙ্গার জেলাল মিয়া, জয়দেবপুরের শহিদ হাসান, গুলজার হোসেন প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here