মান্দায় মডেল মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

0
127
728×90 Banner

অসীম কুমার দাস ( মান্দা প্রতিনিধি) : নওগাঁর মান্দায় তিনতলা মডেল মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে ভার্চুয়ালে এ কাজের ফলক উন্মোচন করেন মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি।
এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন নওগাঁর উপপরিচালক কৃষিবিদ গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন মান্দা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোল্লা এমদাদুল হক, গণপূর্ত বিভাগ নওগাঁর নির্বাহী প্রকৌশলী আল মামুন হক, জমি মালিকগণের পক্ষে মুফতি মামুনুর রশিদ, ইসলামিক ফাউন্ডেশন মান্দার সুপারভাইজার মাজেদুর রহমান, উপজেলা মডেল কেয়ার টেকার আবুল কাসেম মৃধা প্রমুখ।
সংশ্লিষ্ট সুত্র জানায়, তিনতলা বিশিষ্ট এ মসজিদে ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, অটিজম কর্ণার জানাজা নামাজের ব্যবস্থা, ইসলামিক বই লাইব্রেরী, গাড়ি পার্কি ব্যবস্থা, ইসলামিক রিসোর্স সেন্টার, পুরুষ ও নারীর আলাদা নামাজ কক্ষসহ হেফজখানা থাকবে। মসজিদটি নির্মাণ করতে ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৮৮ লাখ ৩৯ হাজার টাকা। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও গণপূর্ত বিভাগ নওগাঁ কাজটি বাস্তবায়ন করছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here