পোস্টার ছিড়ে ফেলা, মাইক কেড়ে নেওয়া, হুমকি-হামলা-গ্রেফতার চলছে : তাবিথ আওয়াল

0
182
728×90 Banner

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ নির্বাচনী প্রচার-প্রচারণায় দলীয় নেতাকর্মীদের ওপর হামলা, হুমকি ও গ্রেফতার এবং পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ তুলে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আওয়াল বলেছেন, ‘এতদিন শুধু বিএনপি প্রার্থীদের পোস্টা ছিড়ে ফেলা হতো। এখন মাইক কেড়ে নেয়া হচ্ছে। পোস্টার না লাগাতে হুমকি-ধামকি দেয়া হচ্ছে। হামলা করা হচ্ছে। পুলিশ দিয়ে অনেককে গ্রেফতার করানো হচ্ছে।’ বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর উত্তর বাড্ডা রহমাতুল­াহ গার্মেন্টসের সামনে থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে ষষ্ঠ দিনের প্রচারণা শুরুর পর তিনি সাংবাদিকদের সামনে এসব অভিযোগ করেন। তাবিথ আউয়াল বলেন, ‘প্রতিদিন নতুন নতুন পদ্ধতিতে প্রচার-প্রচারণায় বাধা দেয়া হচ্ছে। কোথাও লেভেলে প্লেয়িং ফিল্ড নেই। সবখানে ক্ষমতাসীন দলের প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করছেন।’ নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহŸান জানিয়ে ধানের শীষের এই মেয়র প্রার্থী বলেন, ‘ভোটের প্রচারের আর মাত্র ১২ দিন বাকি আছে। এই সময়ে যেন সব প্রার্থী সমানভাবে প্রচারণা চালাতে পারে সেই ব্যবস্থা করুন।’ মেয়র নির্বাচিত হলে নগরবাসীর জন্য ও ঢাকার উন্নয়নে বিরামহীনভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে তাবিথ আউয়াল বলেন, ‘বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও সরু এলাকায় যানজট নিরসনে কাজ করবো। নারী-শিশুসহ সকলের নিরাপত্তায় কাজ করবো। খোলা জায়গায় হাঁটাচলার ব্যবস্থা করবো।’ উত্তর সিটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ‘চা বানিয়ে প্রচারণায় জনগণকে আকৃষ্ট করছেন’- আপনার এমন কোনও পরিকল্পনা আছে কিনা- জানতে চাইলে তাবিথ বলেন, ‘ওটা উনার ব্যাপার। আমি জনগণের কাছে যাচ্ছি। ভোট চাচ্ছি। ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণ ভোট দিতে পারলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত।’ এসময় তিনি তার একটা ছবি নিয়ে যে ‘অপপ্রচার’ শুরু হয়েছে তা থেকে বিরত থাকতে অপপ্রচারকারীদের প্রতি অনুরোধ জানান। আজ ৪১ নম্বর ওয়ার্ডে উত্তর বাড্ডার পশ্চিম পদরদিয়া, পূর্ব পদরদিয়া, সাতারকূল বাজার, ইসলামবাগ হয়ে মগাইর পর্যন্ত; ৪২ নম্বর ওয়ার্ডে মগাইর থেকে শুরু হয়ে রহমাতুল­াহ কলেজ, আকছারটেক,বেরাইদ থেকে নামার বাজার হয়ে ফকিরখালি পর্যন্ত; ৪৩ নম্বর ওয়ার্ডে ডুমনী কালিন্দীর হয়ে পাতিলা মাউস তাউল খেলনা, তলনা পর্যন্ত এবং ১৭ নম্বর ওয়ার্ডে জোয়ার সাহারা, কুড়িল, কুরাতলী, তিনশ ফিট ফ্লাইওভার পর্যন্ত গণসংযোগ করবেন ধানের শীষের এ প্রার্থী। এসময় উপস্থিত ছিলেন বিএনপির জলবায়ুবিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, মহিলা দলের সাধারণ সম্পাদিকা সুলতানা আহমেদ, যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here