প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা রেলওয়ে পোষ্য সোসাইটির

0
67
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): রেলওয়ে কর্মচারী বান্ধব নিয়োগ বিধি প্রণয়ন না করে বৈষম্যপূর্ণ, সামঞ্জস্যহীন, স্বৈরাচারিতামূলক, জটিলতা সৃষ্টিকারী ও সাংঘর্ষিক নিয়োগবিধি ২০২০’র মাধ্যমে রেলওয়ের জনবল নিয়োগের পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি দাবি করেছে ‘রেলমন্ত্রী—রেলপথ মন্ত্রণালয়ের হাতে রেলওয়ে শ্রমিক—কর্মচারী ও পোষ্যদের অধিকার নিরাপদ নয়’। পাশাপাশি এ সংকট সমাধানে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি।
আজ ১৫ নভেম্বর ২০২১ইং সোমবার দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির বলেন, “২২ নভেম্বর ২০২০ তারিখে বাংলাদেশ রেলওয়ে ক্যাডার বহিভূর্ত কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০ গেজেট আকারে প্রকাশ হওয়ার পর হতে রেলওয়ের সকল রেজিষ্টার্ড শ্রমিক সংগঠন ও রেলওয়ে পোষ্য সোসাইটি, বৈষম্যপূর্ণ ও সামঞ্জস্যহীন সাংঘর্ষিক এ নিয়োগ বিধিমালার বিভিন্ন বিষয়ের উপর আপত্তি ও সংশোধনের দাবিতে সারাদেশে আন্দোলন সংগ্রাম করে আসছে। রেলপথ মন্ত্রীকে গত ৯ নভেম্বর ২০২১ইং তারিখে দাবির স্বপক্ষে স্মারকলিপি প্রদান করা হয়। কিন্তু তিনি রেলওয়ে শ্রমিক—কর্মচারী ও পোষ্যদের আন্দোলন সংগ্রামকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গতকাল ১৪ নভেম্বর পুনরায় পয়েন্টসম্যান পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে টিক যেন জলন্ত আগুনে ঘি ঢেলে দিয়েছেন। রেলওয়ে কর্মচারীবান্ধব নিয়োগবিধি প্রণয়ন না করে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারির কারণে রেলওয়ে শ্রমিক—কর্মচারী ও পোষ্যদের মাঝে চরম হতাশা, ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।”
তিনি আরো বলেন, “বাংলাদেশ রেলওয়ে ক্যাডার বহিভুর্ত কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০ এর মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা সম্পূর্ণ অযৌক্তিক। এই নিয়োগবিধি মূলত রেলওয়ের পোষ্য এবং শ্রমিক—কর্মচারীদের অধিকার বঞ্চিত করার এক ঐতিহাসিক দলিল। ষড়যন্ত্রমূলক এই নিয়োগ বিধি রেলওয়ে পোষ্য এবং শ্রমিক—কর্মচারীরা নীতিগত ভাবে কখনো মেনে নেবে না।”
তিনি অবিলম্বে এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল/প্রত্যাহার করে রেলওয়ে ক্যাডার বহিভুর্ত কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০ অনতিবিলম্বে সংশোধন করে নিয়োগবিধি ১৯৮৫ অনুযায়ী পোষ্যর সংজ্ঞা, নিয়োগ পদ্ধতি, পদোন্নতির মাধ্যমে নিয়োগ, সরাসরি নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা, রেলওয়ে নিয়োগ ব্যুরো পূনঃবহাল, ব্লক পোস্ট না রাখা, পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল মহাব্যবস্থাপক কতৃর্ক ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের ক্ষমতা পূনঃবহাল, প্রকাশিত ৮৬৫ জন খালাসী ও ১১১৩ জন ওয়েম্যানের ফলাফল থেকে অধিকার বঞ্চিত আন্দোলনরত রেলওয়ে পোষ্যদের অনুমোদিত তালিকা অনুযায়ী শূন্য থাকা খালাসী ও ওয়েম্যান পদে নিয়োগ প্রদান, আইবাস++ সিস্টেম রেল উপযোগী করা, রেলওয়েতে সকল প্রকার আউটসোর্সিং এর নামে পকেটসোর্সিং বন্ধ করে অসহায়—দরিদ্র রেলওয়ে পোষ্যদের টিএলআর/অস্থায়ী শ্রমিক হিসেবে নিয়োগ প্রদান, নিয়োগবিধি ১৯৮৫ অনুযায়ী জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা গ্রহণ এবং আবেদিত চাকুরী প্রত্যাশীদের পরীক্ষা গ্রহণ ও নিয়োগ সম্পন্ন করাসহ অধিকার বঞ্চিত পোষ্যদের অধিকার প্রতিষ্ঠা ও কর্মচারী বান্ধব নিয়োগ প্রণয়নসহ রেলওয়ে পোষ্য সোসাইটির ৮ দফা দাবি পূরণে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here