ফ্রান্সে মহানবীকে ব্যঙ্গ করায় নবীনগরে বিক্ষোভ

0
176
728×90 Banner

মো. আমজাদ হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ব্যঙ্গ চিত্র প্রদর্শনের প্রতিবাদ জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বস্তরের তৌহিদী জনতা। গত বৃহস্পতিবার সকালে উপজেলার এস.আর জামে মসজিদ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রতিবাদ জানাতে মিছিলে বিভিন্ন দলের নেতাকর্মীর পাশাপাশি শত শত মানুষ অংশ নেয়। মিছিল শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়। এস.আর মসজিদের খতিব মুফতী বেলায়েত উল্লাহ্ এর সভাপতিত্বে ও মাওলানা মেহেদী হাসানের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. নাছির উদ্দিন, উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়্যূম ফারুকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন, নবীনগর ভূমি অফিস জামে মসজিদের খতিব মাওলানা রাঈখান উদ্দীন আনসারী, ইসলামী ঐক্যজোট নবীনগর শাখার সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ সানাউল্লাহ্, যুগ্ম-সম্পাদক মাওলানা ফজলুর রহমান, মাওলানা ফোরকান উদ্দীন, মাওলানা ওলিউল্লাহ, মাওলানা আব্দুল খাদেম, মাওলানা ইয়াছিন আরাফাত, মাওলানা আশরাফ শিহাব প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সকল মুসলমানদের প্রাণের স্পন্দন। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর মর্যাদা ক্ষুন্œ করার চেষ্টা করা হলে মুসলমানরা ঐক্যবদ্ধ হতে সময় লাগবে না। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের সকল পণ্য বয়কটসহ ফ্রান্সের দূতাবাসের সাথে ক‚টনীতিক সকল সহযোগিতা বন্ধ রাখার জন্য সরকারের কাছে জোর দাবী জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here