বঙ্গবাজারে অগ্নিকান্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ

0
39
728×90 Banner

ডেইলি গাজীপুর সংবাদ বিজ্ঞপ্তি : রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকান্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আজ ৪ এপ্রিল ২০২৩ মঙ্গলবার তাৎক্ষনিক এক বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)র কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ডাঃ এম এ সামাদ ও সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান বলেন, বঙ্গবাজারের অগ্নিকাণ্ড রাষ্ট্রের অবকাঠামোগত দুর্বলতা সরকারের ঘুষ—দুর্নীতি—লুটপাট, সিটি করপোরেশনের দুর্নীতি ও দায়িত্বে অবহেলার কারণে ঘটেছে। এর দায় সরকার ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এড়াতে পারে না। খোদ রাজধানীর বুকে এরকম কাঠের মার্কেট অবিশ্বাস্য! মেগা মেগা প্রকল্প নিয়ে ব্যস্ত সরকার এসব সাধারণ মানুষের দিকে নজর দেয়ার সময় পায়না।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, এ ধরনের ঘটনার বার বার পুনরাবৃত্তি ঘটছে। কিন্তু সরকার কার্যত কোন ব্যবস্থা গ্রহণ করছেন না। অনেকে আবার আশঙ্কা প্রকাশ করেছেন যে কোন প্রভাবশালী মহলের কি লোলুপ দৃষ্টি পড়েছে এই বিস্তৃত জায়গার উপর সেই থেকে নাশকতা, দেশব্যাপী পরিচিত বিশাল এই মার্কেটের লক্ষাধিক মানুষ আজ সর্বস্ব হারিয়েছেন। ক্ষতির পরিমাণ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে।
নেতৃদ্বয় বলেন, আমরা চাই নিরপেক্ষ তদন্ত করে ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দেয়া হোক। সাধারণ জনগণকে নিঃস্ব করণ প্রক্রিয়া বন্ধ হোক। আমরা ক্ষতিগ্রস্ত সকলের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি এবং সামর্থ্যবান সকলকে আহবান জানাই ক্ষতিগ্রস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here