বাংলাদেশ হিন্দু পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

0
74
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : ১৮ফেব্রুয়ারী শুক্রবার সকালে হিন্দু পরিষদ কর্তৃক হিন্দু উত্তরাধিকার আইন পরিবর্তন চক্রান্তের প্রতিবাদে এবং নারায়নগঞ্জ জেলায় মন্দির ভাংচুর ও চট্টগ্রামের সীতাকুন্ডুর ২২ টি জেলে পরিবারকে পুড়িয়ে হত্যার ষড়যন্ত্র সহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া হিন্দু নির্যাতনের প্রতিবাদ সুষ্ঠু বিচার নিশ্চিত ও সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের দাবীতে বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে ঢাকাস্থ পেসক্লাবে এক বিশাল মানবন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি দিপংকর শিকদার দিপুর সভাপতিত্বে উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশের সাথে একাত্ত্বতা প্রকাশ করেন ইসকন বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক শ্রী চারু চন্দ্র ব্রক্ষ্মচারী, অধ্যাপক হীরেন্দ্র নাথ বিশ্বাস, অ্যাড. জে.কে পাল, অ্যাড. শংকর চন্দ্র দাস উক্ত মানববন্ধনে ও বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি অনুপ কুমার দত্ত, প্রিতীভূষণ ভট্টাচার্য্য, সুশান্ত বর্মন সাধারণ সম্পাদক সাজন মিশ্র, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও দলীয় মুখপাত্র অ্যাড. সুমন কুমার রায়, অ্যাড. বাসুদেব গুহ, অ্যাড. সঞ্জয় কুমার দে, পিন্টু সরকার, সঞ্জয় ঘোষ লিটু, অষ্টম রায়, কৃষ্ণ দাস, সঞ্জয় দেবনাথ, মুকুল ঘোষ, মালা বিশ্বাস, বিপ্লব মিস্ত্রী, নমিতা বিশ্বাস, যুব পরিষদের গোপাল মিস্ত্রী, অমিত বৰ্মন, বিলাশ বিশ্বাস, রাজ, বিকর্ন, অয়ন, নিলয়, অমিত, জনি ও ছাত্র পরিষদের দেবব্রত বিশ্বাস সহ অন্যান্য বিভিন্ন সাংগঠনের ও মঠ-মন্দিরের সর্বশ্রেণীর নৃেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।
বক্তারা হিন্দু উত্তরাধিকার আইন পরিবর্তনের বিষয়ে তীব্র নিন্দা ও ক্ষোভ জানান তারা বলেন যে, সনাতনী সমাজে বিবাহ চুক্তি নয়, এটা একটি পবিত্র ব্রত (ঝধপৎধসবহঃ) এখানে দেবতাকে স্বাক্ষী রেখে পবিত্র দেবমন্ত্রের উচ্চারণের বর-কণেকে একাত্মতার (ওহংবঢ়ধৎধনষব টহরঃবফ) হয়ে যান। সেকারণেই স্ত্রীকে বলা সহ সহধর্মিনী বা অর্ধাঙ্গিনী। তারা পরিবারের সম্পদ-সম্পত্তিও যৌথভাবেই ভোগ করে থাকেন। যুগ যুগ ধরে পবিত্র শাস্ত্রীর বিধানের ঐশীবন্ধনে হিন্দু সম্প্রদায়ের তথা সনাতনী সমাজের পরিবারগুলো শান্তিময়- ভারসাম্যপূর্ন অবস্থায় চলমান। কতিপয় এন.জি.ও সহ একটি বিশেষ মহলের কারসাজিতে তা বিনষ্ট করা এবং বাংলাদেশকে অচিরেই হিন্দু শূন্য করার ষড়যন্ত্র বলে মনে করেন। সাজন কুমার মিত্র তাঁর বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীকে “হিন্দু আইন পরিবর্তন না করার জন্য বিশেষ অনুরোধ জানান। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এ্যাড সুমন কমার রায় তার বক্তব্যে দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে বলেন যে, বাংলাদেশের শান্তিপ্রিয় সনাতনি সমাজ হিন্দু আইন পরিবর্তন চায় না। আইন কমিশনের সুপারিশকৃত আইন অনুযায়ী শাস্ত্রীয় আইন পরিবর্তন হলে সনাতনি ভাই-বোন ও পরিবারের মধ্যে কলহসৃষ্টি নীল নকশা মাত্র। তিনি বিভিন্ন স্থানে মঠ মন্দির ভাংচুর হামরা দ্রুত বিচারের দাবীসহ মাননীয় প্রধানমন্ত্রীর প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করছি। পরিশেষে সভাপতি দিপংকর শিকদার দিপু হিন্দু আইন পরিবর্তন এর মাধ্যমে সনাতন পরিপন্থী কালো আইন পাশ না করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। সাম্প্রতি দূর্গাপূজা সহ বিভিন্ন সময় সহিংসতা ও প্রত্যেকটি হামলার ঘটনার আইনগত ব্যবস্থা নিশ্চিত সহ সরকারের নির্বাচনী ইশতেহার মোতাবেক সংখ্যালঘু সুরক্ষা আইন, সংখ্যা লঘু মন্ত্রণালয়ে বাস্তবায়নের জন্য সরকারের প্রতি উদাত্ত আহবান জানান। পরিশেষে বক্তরা আদালতের ঘাড়ে বন্ধুক রেখে সনাতনী সমাজের ক্ষতি হয় এমন কোন কালো আইন পাশ না করার জন্য মাননীয় বিচারকদের ও সরকারের সুদৃষ্টি কামনা করেন। বক্তারা আরো মনে করেন আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সুকৌশলে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্য কলহ সৃষ্টির মাধ্যমে সরকার ভাবমুর্তি ক্ষুন্ন ও বিব্রত করার মানসে কতিপয় গোষ্টি চক্রান্ত করছে বলে মনে করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here