বারী সিদ্দিকীর ৬৮তম জন্মদিন উপলক্ষ্যে স্মরণ সভা ও স্মৃতিচারণ

0
55
728×90 Banner

ডেইলি গাজীপুর সংবাদ বিজ্ঞপ্তি : আগামী ১৫ই নভেম্বর, ২০২২ইং রোজ মঙ্গলবার বিকেল ৫.০০ ঘটিকায়, কেন্দ্রীয় কচি কাঁচার মেলা মিলনায়তনে মাটি ও মানুষের শিল্পী, সুরের জাদুকর ও প্রখ্যাত বংশী বাদক প্রয়াত বারী সিদ্দিকী স্মরণে বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের পক্ষ থেকে প্রয়াত শিল্পীর ৬৮তম জন্মদিন উদ্যাপন উপলক্ষ্যে স্মৃতি চারণ, গুণীজন সম্মাননা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিল্পপতি ও সংগীতানুরাগী জনাব, ফিরোজ হায়দার খান, ব্যবস্থাপনা পরিচালক, ফিরোজ গ্রুপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরেন্য গীতিকার দেলোয়ার আরজুদা শরফ, মো: সেলিম রেজা, মোঃ জাফর আলী খান, মীর গোলাম ফারুক এ.আর খান আখিঁর, হোসাইন রুনু, কন্ঠশিল্পী ও চিত্র নায়ক রাশেদ মোর্শেদ, শাহ নেওয়াজ খান, আবুল হোসেন মজুমদার, তাশিক আহম্মেদ ও শেখ আলী আশরাফ ফারুক প্রমুখ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন চলচ্চিত্রের সুপার হিরো ডি.এ তায়েব প্রধান উপদেষ্টা বারী সিদ্দিকী স্মৃতি পরিষদ। উদ্বোধন করেন শিহাব রিফাত আলম, উপস্থিত অতিথিরা বারী সিদ্দিকী সম্পর্কে স্মৃতিচারন ও আলোচনা করবেন। উক্ত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী আশরাফ উদাস, বাউল শফি মন্ডল, শাহনাজ বেলী, ফকির শাহাবুদ্দিন, আলম আরা মিনু, রুক্সী আহম্মেদ, নাসরিন আক্তার বিউটি, তাজুল ইসলাম, গামছা পলাশ, ক্লোজ আপ-১ তারকা সুলতানা ইয়াসমিন লায়লা, আয়েশা জেবীন দিপা, প্রথিক হাসান, নোলক বাবু, বিন্দু কনা, কামরুজ্জামান রাব্বী, সাগর বাউল, তামান্না হক, চৈতি খান, এম এম শফি, জুয়েল সরকার, প্রিন্স আলমগীর, সহ আরো অনেক। অনুষ্ঠানে সবাই বারী সিদ্দিকীর জনপ্রীয় গান পরিবেশন করেন। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার এটি.এন বাংলা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here