ভাইরাসের গবেষণা ও রোগ নির্ণয়ের লক্ষ্যে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন

0
99
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : কোভিড-১৯ সহ বিভিন্ন ভাইরাসের গবেষণা ও রোগ নির্ণয়ের লক্ষ্যে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করলেন মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। আজ ১২ জুলাই ২০২১ইং তারিখ শহীদ ডা. মিল্টন হলে তিনি এই প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন। ভাইরোলজি বিভাগের উদ্যোগে আয়োজিত ‘কমপ্রিহেনসিভ হ্যান্ডস অন ট্রেনিং অন পিসিআর সিকোয়েন্সিং এন্ড বেসিকস অফ বায়োইনফরমেটিকস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচীতে প্রাথমিকভাবে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নিচ্ছেন। যারা দেশের বিভিন্ন স্থানে কোভিড-১৯ সহ বিভিন্ন ভাইরাসের গবেষণা ও রোগ নির্ণয়ের লক্ষ্যে কাজ করবেন। এই প্রশিক্ষণ কর্মসূচী চলমান থাকবে।
গুরুত্বপূর্ণ এই প্রশিক্ষণ কর্মসূচীতে সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আফজালুন নেছা, সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী প্রমুখ উপস্থিত ছিলেন।
ফাইজারের টিকা নিলেন ১৬৫০ জন
এদিকে আজ বেতার ভবনের পিসিআর ল্যাবে ১২ জুলাই ২০২১ইং তারিখ পর্যন্ত ১ লক্ষ ৬২ হাজার ২ শত ৮২ জনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। বেতার ভবনের ফিভার ক্লিনিকে ১ লক্ষ ৫ হাজার ৭ শত ১৬ জন রোগী সেবা নিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে আজ ১২ জুলাই ২০২১ইং তারিখে ১৬ শত ৫০ জনসহ এ পর্যন্ত পর্যন্ত ফাইজারের ৭ হাজার ৩ শত ৯২ জনসহ প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৫ হাজার ৩ শত ৮২ জন এবং গত ৭ জুলাই পর্যন্ত দ্বিতীয় ডোজের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন ৪৮ হাজার ২ শত ১৬ জন। কেবিন ব্লকে করোনা সেন্টারে আজ ১২ জুলাই পর্যন্ত ১০ হাজার ২ শত ৭২ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৫ হাজার ৬ শত ৪৫ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪ হাজার ৬ শত ৭৮ জন। বর্তমানে করোনা সেন্টারে ভর্তি আছেন ১৮৮ জন। আইসিইউতে ভর্তি আছেন ১৯ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪২ জন।
মুজিব শতবর্ষ উপলক্ষে গঠিত স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে গঠিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের স্টিয়ারিং কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অত্র বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে আজ ১২ জুলাই ২০২১ইং তারিখে অনুষ্ঠিত হয়। গুরুত্বপূর্ণ এই সভায় সভাপতিত্ব করেন মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। সভায় তিনি বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের প্রযুক্তিগত উন্নয়ন ও সমৃদ্ধিসহ চিকিৎসাসেবা, শিক্ষা ও গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের নির্দেশনা দেন। গুরুত্বপূর্ণ ওই সভায় অত্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, ডেন্টাল অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. মাসুদা বেগম, নার্সিং অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডীন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, গ্রন্থাগারিক অধ্যাপক ডা. মোঃ হারিসুল হক, হল প্রভোস্ট অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here