ভয়াবহ বন্যার কবলে বান্দরবান,সড়ক যোগাযোগ বিছিন্ন, বিপর্যস্ত জনজীবন

0
221
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বান্দরবানে গত কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে জেলার সাংগু ও মাতামহুরী নদীতে পানি বেড়ে নিম্মাঞ্চলের কয়েক শত ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে, অবিরাম বৃষ্টি হলে আরো ঘরবাড়ি ডুবে গেছে ঘড় বাড়ি বিপর্যস্ত হয়ে পরেছে জন জীবন । এদিকে সড়কে পানি ওঠায় বান্দরবানের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ হয়ে পড়েছে বিছিন্ন ।
কয়েকদিনের বৃষ্টিতে সড়কে পানি ওঠায় বান্দরবানের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ হয়ে পড়ে বিছিন্ন । গেল ৫দিন থেকেই বান্দরবান-চট্টগ্রাম সড়কের বাজালিয়ার বড়দুয়ারা এলাকায় পানি ওঠায় বান্দরবানের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ে,এতে চরম ভোগান্তী পোঁহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের।
এদিকে গেল কয়েকদিনের বৃষ্টির পর বান্দরবানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানসহ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া বিভিন্ন জনসাধারণের মধ্যে শুকনা খাবার বিতরণ করে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, প্রতিবছরই বৃষ্টি হলে বান্দরবানে ভোগান্তীতে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিবারের মত এবার ও পর্যাপ্ত ব্যবস্থা নেয়ার হয়েছে ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here