মর্গে ১০ ঘন্টা মরদেহ ফেলে রাখায় হাসপাতাল ভাংচুর

0
268
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : সড়ক দুর্ঘটনায় গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া বাইপাস মোড়ে সোমবার দুপুরে লড়ি চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহতরা হলেন, সজীব সরকার (১৭) ও অনূর্ধ্ব ১৮ ক্রিকেট দলের গাজীপুরের অধিনায়ক ক্রিকেটার জয়দেব নাথ (১৭)। নিহতদের মরদেহ ১০ ঘণ্টা মর্গে ফেলে রাখার অভিযোগে নিহতের স্বজন ও বন্ধুরা মঙ্গলবার দুপুরে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসককে লাঞ্ছিত করেছেন। এসময় বিক্ষুদ্ধরা মেডিকেল কলেজের অধ্যক্ষের অফিসের জানালার কাচ ও মেডিকেলের আসবাবপত্র ভাঙচুর করে। হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানান, সোমবার দুপুরে হাসপাতালের মর্গে ২টি মরদেহ আসে। বিষয়টি তিনি মঙ্গলবার সকালে জানতে পারেন। দুপুর ১২টার দিকে তিনি মরদেহ ২টি ময়না তদন্তের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় ১৫ থেকে ২০ জন যুবক একসঙ্গে তার অফিসে প্রবেশ করে ডাক্তার খুঁজতে থাকে। তিনি নিজেকে ডাক্তার পরিচয় দিলে ওই যুবকরা কিছু বুঝে ওঠার আগেই আমাকে মারধর শুরু করেন ও অফিসের আসবাবপত্র ভাংচুর করেন। এসময় তার অফিসসহায়ক জাহিদ বাধা দিলে তাকেও মারধর করেন। পরে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে ৩ হামলাকারীকে আটক করেন। তারা হলেন- অন্তর (১৭), শান্ত (২০) ও বোরহান (১৮)। খবর পেয়ে গাজীপুর মেট্রো সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটককৃতদের থানায় নিয়ে যায়। সদর থানা পুলিশের ওসি (তদন্ত) মোঃ জাহাঙ্গীর আলম জানান, মরদেহের ময়না তদন্ত করতে দেরি হওয়ার অভিযোগে নিহতের স্বজন ও বন্ধুরা বিক্ষুদ্ধ হয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসকের ওপর হামলা চালিয়েছে। এ সময় ৩ হামলাকারীকে মেডিকেল কলেজের ছাত্র, দায়িত্বরত আনসার সদস্য ও কর্মচারীরা আটক করেন। এ ব্যাপারে মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here