মাহে রমজান শিক্ষা দেয় আত্মশুদ্ধি ও সংকীর্ণতা পরিহারের

0
66
728×90 Banner

মোল্লা তানিয়া ইসলাম তমা : আরবি ‘রমদ’ ধাতু থেকে রমজান শব্দটি উদ্ভূত । এর আভিধানিক অর্থ হচ্ছে দহন, প্রজ্বালন, জ্বালিয়ে-পুড়িয়ে ভস্ম করে ফেলা । মানুষের যাবতীয় কুপ্রবৃত্তি, নফসের দাসত্ব জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দেয় বলে এই পবিত্র মাসের নাম রমজান। মাহে রমজান রহমত, মাগফিরাত ও নাজাত তিন ভাগে বিভক্ত। সে-ই সৌভাগ্যবান যে এই মাসে পূর্ণ ভক্তি, শ্রদ্ধা ও সংযমের সাথে রোজা পালন করবে । মুসলমানদের প্রধান ইবাদত-বন্দেগীর মাস রমজান । সব ধরনের অন্যায় অসত্য ত্যাগ করে আদর্শ নীতি-নৈতিকতা ও উত্তম চরিত্র দিয়ে মানুষকে আল্লাহর রহমতের বৃত্তে আসার চেষ্টা করতে হবে। আল্লাহর কাছে প্রিয় হতে পারলে মানুষের কাছে প্রিয় হওয়া যায় । রোজা আমাদের শিক্ষা দেয় আত্মশুদ্ধি, ব্যক্তিত্বের সংস্কার এবং নিজস্ব সংকীর্ণতা গুলো কাটিয়ে ওঠার । লোক দেখানো ইবাদত ও দান খয়রাত থেকে আমরা সকলেই বিরত থাকি । রাসুল (সা:) এর প্রবর্তিত পবিত্র ইসলাম এই রমজান মাসে জগতের সকল আস্তিক মানুষের জন্য এনে দিল অফুরণীয় আনন্দ, সিয়াম সাধনার প্রার্থীত পথের সন্ধান। যুগ সমস্যার প্রচন্ড ব্যাতি ব্যস্ততার মাঝে একটি স্বর্গীয় আনন্দপূর্ণ সময় এই রমজান । সমাজ, রাষ্ট্র, পরিবারে ভালবাসার নিবিড় বন্ধন অটুট করতে রমজানের গুরুত্ব অপরিসীম। নিজ নিজ কাজে ব্যস্ত থেকে মানুষ এই মাসেই স্রষ্টার সান্নিধ্য লাভ করতে আকুল হয়ে উঠে । রোজা আমাদের নতুন করে আত্মশুদ্ধির পথ দেখায়। ভালভাবে পথ চলতে শেখায়। রোজা আমাদের জন্য আল্লাহ প্রদত্ত একটি শিক্ষা । রোজার আত্মশুদ্ধির মাধ্যমে আলোর পথে নিজের জীবন পরিচালিত করা উচিত । রোজা আল্লাহ পাকের নৈকট্য লাভের একটি মাধ্যম । আমরা রোজা রাখব, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ ও তারাবিহ’র নামাজ পড়ব, গরীবকে সাহায্য করব। এর মাধ্যমে আল্লাহ্র প্রিয়পাত্র হব।
মাহে রমজানের মাস মূলত প্রতিটি মানুষের মাঝে লাগামহীন ব্যয় বাহুল্য বর্জনের শিক্ষাকে রপ্ত করার মাস । অথচ আধুনিক সমাজ ব্যবস্থায় ইসলামের যুগোপযোগি শিক্ষা-সংযম, নীতি-নৈতিকতা আর আত্মসচেতনতা বৃদ্ধির জন্য যে জীবন বিধান প্রিয় নবী রাসুলুল্লাহ (সাঃ) মানুষের জন্য বিধান করে দিয়েছেন তা থেকে আমাদের যোজন ব্যবধান লক্ষ্য করি। তবুও ধনী-দরিদ্রের এক কাতারে আনার এই আয়োজনে বিশ্বের রোজার সংস্কৃতির সাথে আমাদের বাংলাদেশের রোজাদারী মুসল্লীদের ব্যবধান নেই। দেখা যায় প্রতিটি মানুষ অবলীলায় অন্তরের উদারতা দিয়ে জানা কিংবা অপরিচিত যে কাউকেই সাথী করে ইফতারে অংশ নেবার ঐকান্তিক, মহত্তম আকুতি আমরা প্রায়স দেখতে পাই। রোজার একটি বড় অংশ হচ্ছে ইফতার। অঞ্চল ভেদে ইফতারের আয়োজনও হয় ভিন্নরকম । তাই বাহারি রঙের আইটেম থাকে ইফতারিতে। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব মাহে রমজান, উৎসব মুখরভাবে পালিত হচ্ছে। রমজান মাসে ইফতারির কদর বেশ আকর্ষনীয়। সারাদিন রোজা রাখার পর ইফতার রোজাদারদের কাছে খুব প্রিয় বিষয় হয়ে এসেছে যুগ যুগ ধরে। এর ধর্মীয় গুরুত্ব যেমন রয়েছে তেমনি সামাজিক গুরুত্ব বহন করে। পরিবার পরিজন নিয়ে এক সাথে ইফতার এবং অফিস আদালত কলকারখানা মালিক শ্রমিক মিলিয়ে একসাথে ইফতারের সংস্কৃতি আমাদেরকে ঐক্যের বন্ধনে অটুট থাকার মানষিকতা জাগিয়ে তোলে। আমরা সবাই এক হয়ে শ্রেণী বৈষম্য ভূলে আল্লাহর নৈকট্য লাভের আশায় একসাথে ইফতার করে থাকি । রমজানের ইফতার সংস্কৃতি একটি সার্বজনীন আয়োজন হিসাবেই আমরা দেখতে পাই। কুলী-মজুর সকলেই কাতারভুক্ত হয়ে ইফতারে অংশগ্রহণ এমন আনন্দ বিশ্বের কোন উৎসবে অনেকটা বিরল। দরিদ্র ভূখাদের জন্যও রোজার আনন্দ ঈদ অবধি ইত্যাকার প্রাত্যাহিক হৃদয় ঘনিষ্ঠ আয়োজন। রোজা রাখি কি না রাখি তাতে কোন বাধ্যবাধকতার বালাইও যারা নাই বলে মনে করেন সেই তারা রোজাদারদের সাথে সমানে ইফতারের মাহফিলে একিভূত হতে কোন কসুর নেই । আমাদের সমাজে বর্তমান সময়ে ইতিবাচক কিছু পরিবর্তন লক্ষ করা যায়। রমজানে ও ঈদে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকার গরিব লোকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করে থাকে। রমজানে মসজিদে মুসল্লিদের ভিড় জমে এবং অধিকাংশ লোক কোরআন তেলাওয়াত করেন। দেশের বিভিন্ন অঞ্চলে সহি কোরআন প্রশিক্ষণ চালু করা হয়। অনেকাংশে অপরাধপ্রবণতা কমে যায়, রোজাদারগণ অযথা গল্প, কথাবার্তা থেকে বিরত থাকেন। এখন গ্রামে বা শহরে হোটেল-রেস্তোরাঁয় দিনের বেলা খাওয়া-দাওয়া করতে দেখা যায় না। অন্য ধর্মের লোকেরাও রমজান মাসকে সম্মান করে সতর্কাবস্হায় চলাফেরা করেন। মসজিদে মুসল্লিদের জন্য ইফতার পাঠানো রমজানের বড় একটা আদব। রোজাদারগণ সহিশুদ্ধভাবে রোজা রাখার প্রাণপণ চেষ্টা করেন। গরিবের দুঃখ উপলব্ধি করাই রমজানের বাণী। রসুলুল্লাহ (স.) বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারের পিপাসা মেটাবে, আল্লাহ কিয়ামতের দিন তাকে হাউজে কাওসারের শবরত পান করাবেন। হারাম ভক্ষণকারী, অপবাদকারী, মিথ্যুক, অন্যায়-অত্যাচারী ব্যক্তির রোজা কবুল হয় না । অন্য মাসের চেয়ে রমজান মাসে কম খাওয়া হয়। প্রকৃত অর্থে কম খাওয়া স্বাস্হে্যর অনুকূলে। আধুনিক চিকিত্সাবিজ্ঞানের মতে, সুস্হ জীবনলাভের জন্য খাওয়ার প্রয়োজন বেশি নয়। বরং কম ও পরিমিত খাওয়াই সুস্হ জীবনলাভের চাবিকাঠি। রোজার শারীরিক উপকার প্রসঙ্গে নবিকরিম (স.) বলেছেন, ‘সুমু তাসেহু’, অর্থাত্ রোজা রাখো, সুস্হ থাকো। মহানবি (স.)-এর এই বাণী জার্মানির ডা. ওয়ালালের ক্লিনিকের গেটে লিখে রাখা হয়েছে। বাংলা প্রচলন আছে, ‘বেশি বাঁচবি তো কম খাবি’। এটা বৈজ্ঞানিক সত্যে উত্তীর্ণ। একাদশ শতাব্দীর বিখ্যাত মুসলিম চিকিত্সক ইবনে সিনা তার রোগীদের তিন সপ্তাহের জন্য উপবাস পালনের বিধান দিতেন। রোগ নিরাময়ের যতগুলো প্রতিকার ও প্রতিষেধক আছে, তার মধ্যে সবচেয়ে শক্তিশালী ও ফলপ্রসূ প্রতিকার হলো প্রতি রমজান মাসের রোজা। সমস্ত শরীরে সারা বছর যে জৈববিষ জমা হয়, এক মাসের রোজার ফলে সেই জৈববিষ দূরীভূত হয়ে যায়। এই জৈববিষ দেহের স্নায়ুর অপরাপর কোষকে দুর্বল করে দেয়। শরীরে রক্তপ্রবাহকে রোজা পরিশোধন করে এবং সমগ্র প্রবাহপ্রণালিকে নবরূপ দান করে। রোজা উচ্চরক্তচাপসহ অন্যান্য মারাত্মক ব্যাধিসমূহ কমাতে সাহাঘ্য করে। রোজা দেহযন্ত্রের বিরতিকালে শরীরের অপ্রয়োজনীয় অংশ ধ্বংস করে দেয় এবং দেহের রোগ নিরাময়ের কাজে সংরক্ষিত প্রাণশক্তির সদ্ব্যবহার হয়। এক মাস রোজার ফলে জিহবা ও লালাগ্রম্হিসমূহ বিশ্রাম পায় এবং এগুলো সতেজ হয়। যারা ধূমপান করেন, তাদের জিহ্বায় ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগ হওয়ার আশঙ্কা বেশি থাকে। কিন্তু এক মাস রোজার কারণে ধূমপায়ীদের রোগ হওয়ার সম্ভাবনা কম থাকে। রোজা বহুমূত্র রোগ কমাতে সাহাঘ্য করে এবং শরীর অধিক মোটা হতে বাধা দেয়। রোজা রাখার ফলে শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গ বিশ্রাম পায়। দৈনিক ১৪-১৫ ঘণ্টা উপবাসের সময় লিভার, কিডনি, মূত্রথলি প্রভৃতি অঙ্গ রোজায় বিশ্রাম পায় বলে নানা প্রকার উপসর্গ নিরাময়ের সম্ভাবনা থাকে। রোজা মেদ বা চর্বি কমায় এবং রক্তে কোলেস্টেরলের পরিমাণ স্বাভাবিক রাখে । রমজান রোজাদারের মানবাত্মাকে বিকশিত করে এবং ত্যাগ ও তাকওয়া অর্জনের মাধ্যমে আল্লাহর নৈকট লাভ করে। একমাত্র খোদাভীতিই মানুষকে সঠিক পথের সন্ধান দেয়। মহান আল্লাহ খোদাভীত মানুষকে কখনো বিপথগামী হতে দেন না। এক মাসব্যাপী রোজা অনুশীলন করে পরবর্তীকালে প্রতিটি মানুষ যেন রোজার গুণাগুণ নিজের আয়ত্বে রাখতে পারে। সমাজে শান্তি প্রতিষ্ঠায় এবং মানবতার কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়ার শিক্ষা একমাত্র রোজাতেই রয়েছে। মানবজীবনের গৌরব ও কল্যাণময় মহত্তের কাজে অংশগ্রহণের সুযোগ করে দেয় রমজান । আত্মশুদ্ধি ও খোদাভীতিই সিয়াম-সাধনার মূল লক্ষ্য। রমজানে আমাদের মন-মানসিকতা পরিবর্তণ করতে হবে। রোজা সৎ, সুন্দর ও সুশৃঙ্খল হতে শেখায়। এতসব অনিশ্চয়তার পরও রমজানের বাকী দিনগুলো ভালই ভালই কাটুক- এমনটিই প্রত্যাশা ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here