মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশ (এমজেসিবি)’র ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

0
131
728×90 Banner

নিজস্ব প্রতিবেদকমিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশ (এমজেসিবি)’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিজয় দিবসের অালোচনা সভা সংগঠনের চৌধুরী পাড়াস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত, কোরআন তেলাওয়াত ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানানোর মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয় |
আলোচনা সভায় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ড. ফজলুল হক সাবেক অতিরিক্ত সচিব বলেন, সত্য ও ভালো লেখনীর মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ হবে সেই রকম সাংবাদিক দরকার। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে গেছেন। আমাদের দায়িত্ব তা রক্ষা করা।
বিশেষ অতিথি গীতিকার সুরকার ইঞ্জিনিয়ার নুরে আলম সরকার বলেন, একজন সাংবাদিক পারেন চিত্র তুলে ধরে সঠিক পথ দেখাতে। ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সহ-সভাপতি আনজুমান আরা শিল্পী বলেন, সাংবাদিকদের রুটি -রুজির ন্যায্য অধিকার আদায়ে সংগঠনগুলোর প্রয়োজনীতা অনস্বীকার্য |
সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাদল চৌধুরী | শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ডের যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান জহিরুল ইসলামসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রারজানা সুলতানা। দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সিনিয়র সাংবাদিক টুটুল হুমায়ুন, সহ- সভাপতি আনোয়ার সাদাত সবুজ, আইন সম্পাদক অ্যাড. নুর হোসেন, সহ-সাংগঠনিক মো. আলমগীর হোসেন, কার্যনির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক | উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা |
কোরআন তেলাওয়াত করেন কার্যনির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক | অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক আব্দুল খালেক লাভলু ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here