মুখ দিয়ে ছবি এঁকে চিকিৎসার খরচ যোগাচ্ছেন নওগাঁর এমদাদ

0
351
728×90 Banner

অসীম কুমার দাস (নওগাঁ প্র‌তি‌নি‌ধি) : একটি দুর্ঘটনা কেড়ে নেয় হাত ও পায়ের শক্তি। এরপরও থেমে যাননি নওগাঁর এমদাদুল মল্লিক। মুখ দিয়ে ছবি এঁকে নজর কেড়েছেন সবার। তার আঁকা ছবিতে মুগ্ধ হয়ে অনেকেই টাকা দিয়ে কিনে নিয়ে যান। যে টাকায় চিকিৎসার খরচ যোগাচ্ছেন এমদাদ। সুযোগ পেলে করতে চান তার আঁকা ছবি দিয়ে প্রদর্শনী।
নওগাঁর মান্দা উপজেলার বালুবাজার গ্রামের এমদাদুল মল্লিক ইব্রাহীম। যার কদর মুখ দিয়ে ছবি আঁকার জন্য। ইব্রাহীম কাজ করতেন পল্লিবিদ্যুৎ বিভাগে। ২০০৫ সালে পিলার থেকে পড়ে হারিয়ে ফেলেন দুই হাত এবং পায়ের অনুভুতি।
কিন্তু হাল ছাড়েননি ইব্রাহীম। চিকিৎসায় কিছুটা সুস্থ হলে শুরু করেন মুখ দিয়ে ছবি আঁকার চর্চা। বর্তমানে তাঁর আঁকা ছবি বিক্রি করে চলছে চিকিৎসাসহ পরিবারের খরচ।
তার এমন অদম্য ইচ্ছাশক্তি এখন জেলার সব বয়সীর কাছে দৃষ্টান্ত। সুযোগ পেলে একক চিত্র প্রদর্শনী করতে চায় এমদাদুল মল্লিক ইব্রাহীম।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here