রাজধানীর তেজগাঁও এবং মোহাম্মদপুরে ২ নারী সহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
217
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক :র‌্যাবের পৃথক পৃথক অভিযানে রাজধানীর তেজগাঁও এবং মোহাম্মদপুর থানা এলাকা হতে ০২ জন নারী মাদক ব্যবসায়ীসহ ৩ জনকে গ্রেফতার করেছে।
মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় গত ০৪/০৮/২০২০খ্রিঃ তারিখ সময় ১৩.৫৫ ঘটিকায় র‌্যাব-২ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানীর তেজগাঁও থানাধীন ১৫০, পূর্ব তেজতুরি বাজারস্থ জাকিয়া টাওয়ার(কাওরান বাজার) এর সামনে পাকা রাস্তার উপর কয়েকজন নারী মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য নিজ হেফাজতে রেখে বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করিতেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে র‌্যাব-২ এর আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আসামীরা দৌড়ে পালানোর চেষ্টা কালে (১) মোসাঃ রতœা বেগম (২৭), স্বামী- উকিল মিয়া, সাং- মাদারীপুর, থানা- শ্রীবর্দী, জেলা- শেরপুর, (২) ফিরোজা (৩৪), স্বামী- মোঃ সেলিম, সাং- ইবায়েতপুর মাঠপাড়া, থানা- গাইবান্ধা(সদর), জেলা- গাইবান্ধাদ্বয়কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে মহিলা র‌্যাব সদস্য ধারা আসামীদের তল্লাশি করলে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৫০(দুইশত পঞ্চশ) পিস ইয়াবা ট্যাবলেট (মাদক) উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন যাবৎ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছে। গ্রেফতারকৃত আসামীরা জিজ্ঞাসাবাদে জানায় তারা বাড়তি আয়ের লোভে নিজেদেরকে মাদক ব্যবসায় জড়িয়েছে।
অপরদিকে অন্য একটি আভিযানিক দল ১৭.২০ ঘটিকায় ডিএমপি ঢাকার মোহাম্মদপুর থানাধীন গøাস ফ্যাক্টরীর মোড়স্থ সুপার মার্কেট এর আলামিন ষ্টোরের সামনে একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য নিজ হেফাজতে রেখে বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করিতেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে র‌্যাব-২এর আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আসামীরা দৌড়ে পালানোর চেষ্টা কালে মোঃ জাফর হোসেন চাঁদ(২৪), পিতা- মৃত মাজাহার, সাং- ১/২২ রাজিয়া সুলতানা রোড, থানা- মোহাম্মদপুর, ডিএমপি, ঢাকাকে গ্রেফতার করা হয়। আটককৃত আসামীকে ইয়াবা সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদে প্রথমে অস্বীকার করে। পরবর্তীতে আসামীর হাতে থাকা মোবাইলের প্যাকেটের মধ্যে হতে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন যাবৎ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছে। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরও জানান, পরস্পর যোগসাজোসে দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী জেলা কক্সবাজার হইতে নিষিদ্ধ মাদক (ইয়াবা) ক্রয় করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। ধৃত আসামীদের’কে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here