রোকেয়া ইসলাম’র কবিতা ‘বিকেলটা শুধু উষ্ণতা খোঁজে’

0
246
728×90 Banner

বিকেলটা শুধু উষ্ণতা খোঁজে

-রোকেয়া ইসলাম

টুপ করে সন্ধ্যার শরীরে ডুবে যাওয়া বিকেল
নিবির উত্তাপে হাত বাড়ায় শ্রেফ উষ্ণতার জন্য
গল্পের ঝাঁপিরা অজানা অচেনা অন্য
মরচে ধরা ফেডেড জীবন বয়ে চলে
ফ্ল্যাপহীন নীল কষ্টের বাইসাইকেল।

তুষের অদেখা অনল জানান দেয়
শুভ্র শীতলতায় আকন্ঠ নিমজ্জিত পৌষের রাত
ভিজছে কাঠগোলাপ ভিজছে কৃষ্ণচূড়া
ভিজছে নিয়নবাতির ধুলিময় শহর
শিশিরের মোহমায়ায়।

দুয়েকটি ব্যতিক্রম অনাঘ্রাত অভিজাত
পরিযায়ী খেঁচর জীবন উন্মুখ উম প্রার্থনায়
উষ্ণতার দরজায় কলিংবেলের অবিরত ঘাঁত
একান্ত প্রয়োজন এবং উষ্ণতার সে এক প্রবল আকাঙ্ক্ষায়।

থেমে থেমে বেজে ওঠে শুদ্ধ বিলাবল
সে সুরও ঢেকে গিয়ে ক্রমাগত প্রখর শীতল দীর্ঘশ্বাস
বেঁচে থাকার সমার্থক নামকরণ হয়তো শ্বাসপ্রশ্বাস
বিলাবল, দীর্ঘশ্বাস, শ্বাসপ্রশ্বাস
রঙিন পাল উজানে উড়িয়ে যুগল।

ঘাসের সবটুকু উত্তাপ নিয়ে সুদীর্ঘ রাতের হীম
উৎসবে নাম নিয়ে ভায়োলিন
উত্তরের খোলা জানালা নিশ্চুপ চোখ বোজে
বিকেলটা শুধুই উষ্ণতা খোঁজে…

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here