শিক্ষানবীশ আইনজীবী হিসেবে তালিকাভুক্তির দাবিতে মানববন্ধন

0
237
728×90 Banner

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ করোনা পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত হওয়ায় বিশেষ বিবেচনায় বার কাউন্সিল সনদ প্রদানের দাবি জানিয়েছেন শিক্ষানবীশ আইনজীবীরা । মঙ্গলবার ( ৩০ জুন ) সকাল ১০টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের গেজেট প্রকাশ করে সনদ প্রদানের দাবি জানিয়ে মানববন্ধন করেন শিক্ষানবীশ আইনজীবীরা । এ সময় তারা বলেন, বার কাউন্সিলের পরীক্ষা গ্রহণের দীর্ঘসূত্রিতার কারণে হাজার হাজার শিক্ষানবীশ আইনজীবীর মেধা ও জীবনের মূল্যবান সময়ের অপচয় ঘটছে । ২০১২ সালের পূর্বে বছরে দুটি পরীক্ষা ছিল। এরপর থেকে পরীক্ষা পদ্ধতির ব্যাপক পরিবর্তনসহ প্রায় চার বছর পর পর তিনস্তরে পরীক্ষা গ্রহণ করা হয় । এবারো দীর্ঘদিন পর চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় । করোনা পরিস্থিতির কারণে লিখিত এবং মৌখিকা পরীক্ষ আদৌ কবে হবে তা এখনো অনিশ্চিত । তাই মানবিক বিবেচনায় বার কাউন্সিলের এমসিকিউ উত্তীর্ণদের বিশেষ গেজেট প্রকাশের মাধ্যমে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করে সনদ প্রদানের দাবি জানান তারা ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here