সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাবেক সভাপতি কমরেড আমিনুল কামাল (রুমী) এর মৃত্যুতে শোক

0
104
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাবেক সভাপতি কমরেড আমিনুল কামাল (রুমী) গত ২৩ সেপ্টেম্বর ২০২১ (বৃহস্পতিবার) যশোর ষষ্ঠীতলায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।
২৪ সেপ্টেম্বর ২০২১ (শুক্রবার) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তি সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম, কমরেড আমিনুল কামাল (রুমী)’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, “সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাবেক সভাপতি কমরেড আমিনুল কামাল (রুমী) ছাত্র জীবনে ছাত্র ইউনিয়ন মেনন গ্রæপের যশোর জেলার ছাত্রনেতা ছিলেন। তিনি মহান স্বাধীনতা যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। এরপর দেবেন সিকদারের নেতৃত্বধীন বাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ১৯৭৪ সালে শেখ মুজিবুর রহমানের সরকারের রোষানলে পরে রক্ষীবাহিনীর হাতে গ্রেফতার হন। ১৯৭৭ সালে রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান বিশেষ ক্ষমতায় তাকে মুক্তি দেন। এরপর তিনি কমরেড টিপু বিশ্বোসের নেতৃত্বাধীন জাতীয় গণফ্রন্ট যশোর জেলা শাখার সভাপতি ছিলেন।”
তিনি আরো বলেন, “কমরেড আমিনুল কামাল (রুমী) ২০১৯ সালে সমাজতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি নির্বাচিত হন। ২০২১ সালের ২২ এপ্রিল স্বাস্থ্যগত কারণে স্বেচ্ছায় পার্টির দায়িত্ব থেকে অব্যাহতি নেন। তিনি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে যশোর জেলায় একজন সক্রিয় কর্মী হিসেবে নেতৃত্ব দিয়েছেন। মুক্তিযুদ্ধের সম্মুখযোদ্ধা হিসেবে তাঁর অংশগ্রহণ বাংলাদেশের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কমরেড আমিনুল কামাল (রুমী)। বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের একজন সক্রিয় সংগঠক ছিলেন।”
সমাজতান্ত্রিক মজদুর পার্টি আগামী অক্টোবর মাসের শেষ সপ্তাহে ঢাকায় কমরেড আমিনুল কামাল (রুমী) এর স্মরণে শোক অনুষ্ঠান করবে। সকল বাম-প্রগতিশীল-দেশপ্রেমিক নেতা কর্মীদের শোকসভার অংশগ্রহণের জন্য আহŸান জানাই।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here