‘১৫ই আগস্ট একটি স্বপ্নের অকাল মৃত্যু- আলহাজ মোঃ কফিল উদ্দিন

0
468
728×90 Banner

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ শোকাবহ ১৫ আগস্ট । হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী । এদিন বাঙালির শোকের দিন । সারাদেশে দিনটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস হিসেবে । জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে নৃংশসভাবে শাহাদাৎবরণ করেন । ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বর সড়কের নিজ বাসভবনেই এই হত্যাকাণ্ডের শিকার হন । কিছু বিশ্বাসঘাতক রাজনীতিকের চক্রান্ত এবং সেনাবাহিনীর একদল উচ্ছৃঙ্খল উচ্চাভিলাষী সদস্যের নির্মম বুলেটের আঘাতে বঙ্গবন্ধুর সঙ্গে সেদিন প্রাণ হারান তার স্ত্রী ফজিলাতুন্নেসা, তিন ছেলে মুক্তিযোদ্ধা শেখ কামাল, সেনা কর্মকর্তা শেখ জামাল ও দশ বছরের শিশুপুত্র শেখ রাসেল এবং দুই পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল । তবে প্রবাসে থাকায় সেদিন প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই মেয়ে বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও শেখ রেহানা । আগস্টের এ হত্যাকাণ্ডে আরও প্রাণ হারান বঙ্গবন্ধুর বেশ কয়েকজন আত্মীয়-স্বজনসহ বঙ্গবন্ধুর জীবন বাঁচাতে ছুটে আসা রাষ্ট্রপতির ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল উদ্দিন আহমেদ এবং কয়েকজন নিরাপত্তা কমকর্তা ও কর্মচারী । তাই এই হত্যাকাণ্ডকে বাঙালি জাতির একটি স্বপ্নের অকাল মৃত্যু হিসেবে উল্লেখ্য করেন , রাজধানীর তুরাগের সাবেক হরিরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি ও ৪নং ওয়ার্ডের মেম্বর, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা, দানবীরখ্যাত আলহাজ মোঃ কফিল উদ্দিন ( মেম্বর ) । তিনি বলেন, বঙ্গবন্ধুর সঙ্গে বাঙালি জাতি গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করবে এই শহীদদেরও । দিনটি সরকারি ছুটির দিন হিসাবে পালন করা হয় । এই দিনটি জাতির ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত ও অভিশপ্ত। এই দিনটিতে বাঙালি জাতির ললাটে যে কলঙ্কতিলক পরিয়ে দেওয়া হয়েছিল, ২০১০ সালের ২৭ জানুয়ারি দীর্ঘ ৩৪ বছরেরও বেশি সময় পর সেই কলঙ্ক থেকে জাতির দায়মুক্তি ঘটেছে । বঙ্গবন্ধু হত্যার চূড়ান্ত বিচারের রায় কার্যকর করা হয় । ওইদিন মধ্যরাতের পর ৫ খুনির ফাঁসি কার্যকর হয়েছে । এর মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে বাঙালির বিজয়ের অভিযাত্রাও আরেক ধাপ এগিয়েছে । এই প্রেক্ষাপটে আজকের দিনটি বাঙালির জীবনে যেমন শোকের, তেমনি গৌরব ও আনন্দেরও । বঙ্গবন্ধু কেবল একজন ব্যক্তি নন, একটি প্রতিষ্ঠান । ঐক্য, প্রেরণা ও স্বাধীনতার মূর্ত প্রতীক। জাতির স্বপ্নের রূপকার । তাঁর ইস্পাত কঠিন নেতৃত্ব বাঙালি জাতিকে দিয়েছে অধিকার আদায়ের অমর প্রেরণা । পাকিস্তানি শাসকদের ক্রমাগত শোষণ, দমনপীড়ন, ঔপনিবেশিক লাঞ্ছনা-বঞ্চনা আর দীর্ঘদিনের নির্যাতন-নিপীড়ন-বৈষম্যের অপমান থেকে বাঙালিকে চিরকালের মতো মুক্ত হওয়ার নেতৃত্ব দিয়েছেন তিনি ।
পাকিস্তানি শাসন- শোষণের বিরুদ্ধে দীর্ঘ ২৪ বছরের আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় বঙ্গবন্ধু ১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ভাষণে স্বাধীনতার ডাক দিয়েছিলেন । সেদিন তাঁর বজ্রকণ্ঠে উচ্চারিত ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম / এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’-এই অমর বাণীতে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার উদাত্ত আহ্বান ছড়িয়ে পড়েছিল নিপীড়িত কোটি বাঙালির প্রাণে প্রাণে । ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে ইতিহাসের নৃশংসতম গণহত্যার পর ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর কণ্ঠেই জাতি শুনেছিল মহান স্বাধীনতার অমর ঘোষণা । পাকিস্তানি হানাদার বাহিনী ওই রাতে বঙ্গবন্ধুকে ধানমন্ডির বাসভবন থেকে গ্রেফতার করে নিয়ে যায় । এরপর মহান মুক্তিযুদ্ধের ৯ মাস তাকে বন্দি থাকতে হয়েছে পশ্চিম পাকিস্তানের কারাগারে। তবে মৃত্যুর খড়গ মাথায় ঝুললেও স্বাধীনতার প্রশ্নে আপস করেননি বাঙালির মহান অকুতোভয় এই নেতা । যার কারণে পাকিস্তানি স্বৈরশাসককেও নতিস্বীকার করতে হয় । মুক্তিযুদ্ধ শেষে বাঙালির প্রাণের এই নেতাকে ফিরিয়ে দিতে বাধ্য হয় তারা । বীরের বেশেই ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন । দেশে ফিরে যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ার কাজে নিজেকে নিয়োজিত রাখার পাশাপাশি দেশের মানুষকে উন্নয়নের ধারায় সম্পৃক্ত করেন বঙ্গবন্ধু । দেশ গড়ার এই সংগ্রামে চলার পথে তাঁর দৃঢ় বিশ্বাস ছিল, তাঁর দেশের মানুষ কখনও তার ত্যাগ ও অবদানকে ভুলে যাবে না । অকৃতজ্ঞ হবে না । নবগঠিত বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বঙ্গবন্ধু, তাই সরকারি বাসভবনের পরিবর্তে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের জনতার বাড়িটিতেই বাস করতেন । মুক্তিযুদ্ধের পরাজিত অপশক্তির ষড়যন্ত্র থেমে থাকেনি । পরাজয়ের প্রতিশোধ নিতে তারা একের পর এক চক্রান্তের ফাঁদ পেতেছে । ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর বিপথগামী ও উচ্চাভিলাষী কিছু সদস্যকে ষড়যন্ত্রকারীরা ব্যবহার করেছে ওই চক্রান্তের বাস্তব রূপ দিতে । বিপথগামী এসব সেনা সদস্য কলঙ্কিত ওই দিনে রাতের আঁধারে স্বাধীনতার সূতিকাগার বলে পরিচিত ধানমন্ডির ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িটিতে সশস্ত্র অবস্থায় ঢুকে পড়ে হত্যা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে । এই হত্যার বিচার ঠেকাতে কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশ’ দিয়েছিল বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাক সরকার । দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হলে ‘ইনডেমনিটি অধ্যাদেশ’ বাতিল করে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ উন্মুক্ত করা হয় । জাতির কাঙ্ক্ষিত সেই বিচার শুরু হলে ১৯৯৮ সালের ৮ নভেম্বর বিচারপতি গোলাম রসুল নিম্ন আদালতে বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় ঘোষণা করে ১৫ জন সাবেক সেনাসদস্যের মৃত্যুদণ্ডাদেশ দেন । ২০০১ সালের ৩০ এপ্রিল উচ্চ আদালত ১২ জনের মৃত্যুদণ্ড অনুমোদন করেন । কিন্তু আবারও নানা কূটকৌশল আর আইনের বেড়াজাল এবং প্রতিকূলতা ও ষড়যন্ত্র -চক্রান্তের জাল বিছিয়ে এই হত্যা মামলার বিচারের পথকে রুদ্ধ করা হয় । বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর পাঁচ বছরেও বঙ্গবন্ধু হত্যার বিচারের আপিল শুনানির ব্যবস্থা নেওয়া হয়নি । তবে ড. ফখরুদ্দিন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৬ আগস্ট বঙ্গবন্ধু হত্যা মামলা আদালতে ওঠে । ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে বিপুল বিজয়ের পর শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতাসীন হলে তাদের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী সেই চূড়ান্ত বিচারের কাজ শুরু হয়। ২০০৯ সালের ১৪ জুলাই নতুন চারজন বিচারপতির নিয়োগদান এবং আপিল বিভাগের বিচারপতি তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে বিচারপতি জয়নুল আবেদীন ও বিচারপতি হাসান আমীনের সমন্বয়ে একটি বেঞ্চ গঠন হওয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫ আসামির ‘লিভ টু আপিল’ আবেদন নিষ্পত্তির ব্যবস্থা করা হয় । একই বছরের ৫ অক্টোবর থেকে ২৯ কার্যদিবসে দীর্ঘ শুনানি ও উভয় পক্ষের আইনজীবীদের সওয়াল জবাব শেষে ১৯ নভেম্বর সুপ্রিম কোর্ট ঘোষণা করে বঙ্গবন্ধু হত্যা মামলার ঐতিহাসিক রায় । খুনিদের প্রাণ ভিক্ষার আবেদন এবং রিভিউ পিটিশন খারিজ শেষে ২০১০ সালের ২৭ জানুয়ারি কারাগারে আটক ৫ খুনি লে. কর্নেল (বরখাস্ত) সৈয়দ ফারুক রহমান, লে. কর্নেল (অব.) মুহিউদ্দিন আহমদ, লে. কর্নেল (অব.) সুলতান শাহরিয়ার রশিদ খান, মেজর (অব.) বজলুল হুদা এবং মেজর (অব.) একেএম মহিউদ্দিন আহমেদের ফাঁসি কার্যকর করা হয় । তবে বিশ্বের বিভিন্ন দেশে পলাতক থাকায় আরও ছয় খুনি লে. কর্নেল (বরখাস্ত) খোন্দকার আবদুর রশীদ, ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদ, লে. কর্নেল (অব.) নূর চৌধুরী, মেজর (অব.) এএম রাশেদ চৌধুরী, মেজর (অব.) শরফুদ্দিন আহমেদ ডালিম এবং রিসালদার (অব.) মোসলেম উদ্দিনের ফাঁসির রায় এখনও কার্যকর করা যায়নি । বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দীর্ঘ ২১ বছর এই হত্যার বিচার যেমন হয়নি, তেমনি তার শাহাদাৎ বার্ষিকীও পালিত হয়েছে রাষ্ট্রীয় অবহেলায় । তাই দেরিতে হলেও ইতিহাসের পালাবদলে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস পালিত হচ্ছে নতুন মাত্রায় । আওয়ামীলীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতাসীন হওয়ার প্রেক্ষাপটে ২০০৯ সাল থেকে দিবসটি পালিত হচ্ছে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় । অবশ্য ড. ফখরুদ্দিন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সাল থেকেই দিবসটি রাষ্ট্রীয় মর্যাদা ফিরে পায় । এর আগে ১৯৯৬ সালে আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হওয়ার প্রেক্ষাপটে টানা ৬ বছর দিবসটি পালিত হয়েছে জাতীয় শোক দিবস হিসেবে । সে সময় দিনটি সরকারি ছুটির দিনও ছিল । কিন্তু বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে ২০০২ সাল থেকে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের পথ আনুষ্ঠানিকভাবে রুদ্ধ করে দেয় । ওই বছরের ৮ আগস্ট জাতীয় শোক দিবস ও ওইদিনের সরকারি ছুটি বাতিলের পাশাপাশি জাতীয় পতাকা অর্ধনমিত করণের ওপর নিষেধাজ্ঞা দেয় তারা। পরে ২০০৭ সালের ১১ জানুয়ারি ওয়ান ইলেভেনের পট পরিবর্তনের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ ওই বছরের ১৫ আগস্ট টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেন । তবে জাতীয় শোক দিবস বাতিলে জোট সরকারের সিদ্ধান্ত পরিবর্তনের কোনও উদ্যোগ নেননি তারা । পরে হাইকোর্টের রায়ের বদৌলতে পরের বছরই ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি পুনর্বহাল করা হয় । জাতীয় শোক দিবস উপলক্ষে আলহাজ মোঃ কফিল উদ্দিন ( মেম্বর ) এক বাণীতে ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী জাতির জনক ও তার পরিবারের সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here