‘দুঃখী মায়ের গল্প’ নিয়ে রোজিনা

0
67
728×90 Banner

অলিদুর রহমান অলি, গাজীপুরঃ প্রকাশ হলো কণ্ঠশিল্পী রোজিনা আক্তারের নতুন গান ‘দুঃখী মায়ের গল্প’। সন্তানের জীবনের মায়ের অবদান ও এক সময় তাকে সন্তানের দ্বারাই অবহেলা ও বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ার মতো মর্মস্পর্শী কথার গানটি লিখেছেন অতিথি আরজু, সুর করেছেন মাসুদ টুটুল এবং সংগীতায়োজন করেছেন হৃষিকেশ রকি। গানটি প্রকাশ করেছে সুরের আলো বিডি ইউটিউব চ্যানেল। রোজিনা বলেন, ‘দুঃখী মায়ের গল্প’ গানটি নিয়ে আমি খুব আশাবাদী। কারণ প্রতিটি মানুষের মধ্যেই মায়ের প্রতি ভালোবাসা বিরাজ করে। আশা করি গানটি প্রতিটি মানুষের অন্তরে জায়গা করে নেবে।’ এর আগেও রোজিনা বিষয়ভিত্তিক বেশকিছু গান প্রকাশ করেছেন। যারমধ্যে রয়েছে গার্মেন্টস কন্যা, বিশ্বনেত্রী শেখ হাসিনা, ‘জাতির পিতা বঙ্গবন্ধু আছো তুমি অন্তরে, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ যাচ্ছে এগিয়ে’, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তুমি যে অনন্যা’, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা তুমি যে এক রত্নগর্ভা’। ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা’ শিরোনামের গানটি গেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেয়েছেন এই শিল্পী। ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ের মেয়ে রোজিনার বাবা আব্দুল মালেক একজন বীর মুক্তিযোদ্ধা। তাই বারবারই তার গানে উঠে আসে দেশপ্রেমের কথা, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার কথা। তিনি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও জাতীয় শিল্পকলা একাডেমির তালিকাভুক্ত শিল্পী। এরইমধ্যে প্রকাশ করেছেন ‘বন্ধু তোরে ভালো লাগে’, ‘দুষ্ট ছেলে’, ‘অন্তরে মিসকিন শাহ’সহ বেশ কিছু একক অ্যালবাম। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘হাতে-পায়ে হইয়া ডাঙ্গর’, ‘তোর পিরিতে পাগল আমি’, ‘নাচেরে নাচে হাজার মানুষ’, ‘অন্তরে বাজেরে ঢোল না কাডা’ প্রভৃতি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here