আর্ক হাসপাতালের বিরুদ্ধে অতিরিক্ত বিল আদায় ও হয়রানির অভিযোগ

0
242
728×90 Banner

মোঃরফিকুল ইসলাম মিঠু: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার দক্ষিনখান থানার সিএনজি পাম্পের পার্শে সবুজ বাংলা ডায়ালাইসিস সেন্টার কতৃক পরিচালিত আর্ক হাসপাতালটির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ পাওয়া যায়। গত কয়েকদিন আগে আরমান হোসেন নামে একজন রোগী উক্ত হাসপাতালে জন্ডিসের চিকিৎসা নিতে আসেন। তিনি বলেন প্রায় চার ঘন্টা আমাকে বসিয়ে রেখে বিভিন্ন টেষ্ট করানো হয়। টেস্ট রিপোর্টের সমুদ্বয় বিল পরিশোধের পর আমার কাছে অতিরিক্ত দুই হাজার টাকা দাবী করেন হাসপাতালের লোক। জানতে চাওয়ায় ক্ষিপ্ত হয়ে বলেন এতক্ষণ বসে থেকে যে সেবা দিলাম।ভদ্রলোকের প্রশ্ন কোন ডাক্তারতো আমাকে দেখলো না তাহলে কিসের ফি দেব। কিছুক্ষন পরে তাকে একটা পেস কিপ শোন ধরিয়ে দিয়ে বলেন এভাবে চলবেন। কোথাথেকে এল কে দিলো তার কোন সিল স্বাক্ষর কিছুই নেই। যা উক্ত প্রতিবেদকের কাছে প্রমাণ স্বরুপ রয়েছে। পরবর্তীতে তিনি উত্তরা আধুনিক মেডিকেল কলেজে চিকিৎসা নেন। এছাড়াও বেশকযেক দিন আগে রুহুল আমিন নামে জনৈক ব্যাক্তি পেটের পিড়া নিয়ে আর্ক হাসপাতালে আসলে তাকে ইসিজি করানো হয়। হাসপাতালটিতে কোন সাধারণ পুরুষ ওয়ার্ড না থাকায় তিনি ভর্তি না হয়ে চলেযেতে চাইলে তাকেও অনুরুপ বিল ধরাতেগেলে তার মেয়ে জামাই নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে অতিরিক্ত বিলের কারন জানতে চাইলে সবুজ নামে একলোক এসে বিষয়টি শুধুমাত্র ইসিজি বিল দিয়ে নিসপত্তি করেন। সিএনজি পাম্প এলাকার আসেপাসের দোকানদার ও এলাকাবাসীর ভাষ্যমতে এখানে নিয়মিত কোন ভালো ডাক্তার বা সার্জন থাকেন না। অন কলে এসে কাজ করে চল যান। তারা আরো বলেন জটিল রোগী হলে প্রাইমারী কিছু সেবা দিয়ে টাকা পয়সা হাতাতে চেষ্টা করেন।পরবর্তীতে অন্যত্র পাঠিয়েদেন। লোকমুখে শুনা যায় এদের রয়েছে এ্যাম্বুলেন্স সিন্ডিকেট তাদের কাজহল কমিশন ভিত্তিক রুগী সংগ্রহ করা। অশিক্ষিত লোকেরা এদের প্রধান টার্গেট। এই ব্যাপারে জানার জন্য হাসপাতালের ০১৬৩৩২৫৬০১৮ নাম্বারে ফোন করে দায়িত্ববান যে কোন পরিচালকের সাথে কথা বলতে চাইলে সুমন নামের জনৈক ভদ্রলোক কথা বলতে গিয়ে ব্যাস্ততার অজুহাত দেখিয়ে বলেন পরেরদিন দশটায় কথা বলবেন। কিন্তু তিনি আর ফোন না করায় তার বক্তব্য নেয়া সম্বভ হয়নি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here