দক্ষিনখান থানা এলাকায় যৌন ব্যবসায়ীদের আতঙ্কের আরেক নাম এস আই রেজিয়া

0
132
728×90 Banner

মোঃরফিকুল ইসলাম মিঠু (উত্তরা) ঢাকা: বেশ কিছুদিন যাবৎ দক্ষিন খানের আনাচে-কানাচে আলোচনা শীর্ষে রয়েছেন দক্ষিনখান থানার এসআই রেজিয়া পারভীন। যেখানেই রেজিয়াকে দেখা যায় সেখানেই উৎসুক জনতার ভিড় জমে। কারণ কিছু না কিছু ঘটতে চলেছে। খোঁজ খবর নিয়ে জানা যায় গত ৩০শে এপ্রিল ও ১৬ই এপ্রিল বড় বড় ক্ষমতাধর পতিতালয়ে হানা দিয়ে খদ্দের সহ পতিতাদের গ্রেফতার করতে সক্ষম হন। পরবর্তীতে কোন প্রকার সুপারিশ গ্রাহ্য না করে আইন প্রয়োগের মাধ্যমে আদালতে প্রেরণ করেন। এছাড়াও ছোটখাটো অনেক অভিযান তিনি পরিচালনা করে থাকেন।গত ৩০শে এপ্রিল দক্ষিণ খানের দেওয়ানবাড়ী মদিনা মসজিদের দক্ষিণ পাশে রহমান মঞ্জিলের ৮ম তলা ভবনের এ ওয়ান ফ্লোর হতে ১২ জনকে গ্রেফতার করেন।গ্রেফতার কৃতরা হলেন ১)মোবারক হোসেন ৫০, ২)মোছাম্মৎ রকেয়া বেগম ৩৫, ৩)মিজানুর রহমান ৫৯,৪)মোকলেস রহমান ৪০,৫)সাইদুল ইসলাম ২৮, ৬)মাইদুল ইসলাম ২৭, ৭)লুৎফর রহমান ৩৮, ৮)ইমরান হোসেন ৩০,৯)কঙ্কন চন্দ্র শীল ২৫,১০)মাসুদ হোসেন ২৪, ১১)আলমগীর হোসেন ৪৮, ১২)মোছাম্মদ মেঘলা আক্তার@ ইয়াসমিন ২৩। গ্রেফতারকৃতদের কাছ থেকে কাস্টমারদের নাম্বার সম্বলিত একটি নীল রঙের নোটবুক, একটি অ্যান্টিসেপটিক স্যাভলুন, ৫ প্যাকেট কনডম, একটি নকিয়া ৩৩১০ মডেল সেট ও একটি স্যামসাং android মোবাইল সেট সহ ৭৮০০ টাকা জব্দ করেন।আসামিদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এ একটি মামলার রুজু হয়। মামলা নং ৩৩। গত ১৬ ই এপ্রিল দক্ষিন খানের জামতলা মুন্সিবাড়ি রোড হতেও লিমা নামের ১৫ বছরের দাপটে এক দেহ ব্যবসায়ীকেও গ্রেপ্তার করেন। এ সকল বিষয়ে দক্ষিনখানের অতি পরিচিত দেহ ব্যবসায়ী গামছা বাবুর সাথে আলাপ কালে তিনি বলেন রিজিয়া থাকা অবস্থায় আর ব্যবসা করা সম্ভব নয় ব্যবসা ছেড়ে দিয়েছি। রেজিয়া পারভীনের সাথে মুঠোফোন কথা হলে তিনি এই প্রতিবেদককে জানান চোখ বন্ধ করলেই দুনিয়া অন্ধকার। একজন মুসলিম নারী হিসেবে আমি আমার দায়িত্ব পালন করছি। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন খারাপ কাজ ছেড়ে কোন নারী যদি চাকরি-বাকরির জন্য আমার কাছে আসে আমার সাধ্য মোতাবেক গার্মেন্টস প্রতিষ্ঠানে চাকরি নিয়ে দেওয়ার চেষ্টা করব। দক্ষিনখান থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজিয়া সম্পর্কে বলেন আসলে সে একজন দক্ষ চৌকস অফিসার। তিনি আরো বলেন ডিসি সাহেবের নির্দেশে দক্ষিণখানের সর্বত্র শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা বদ্ধপরিকর।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here