ধামরাইয়ে বেগম রোকেয়া দিবসে ৫ জন জয়িতাকে সংর্বধনা

0
265
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পাঁচ জন জয়িতা নারীকে সংর্বধনা প্রদান করা হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “নারীরা আজ অগ্রসর, চায় সমতা জীবন ভর”। উপজেলা প্রশাসনের সহযোগীতায় আজ সোমবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হক এর সভাপতিত্বে সংর্বধনা সভায় বক্তব্য রাখেন, উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি ও ঢাকা-২০ এর সংসদ সদস্য আলহাজ্ব বেনজির আহমদ, পাঁচ জন জয়িতা নারী, পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল­া, উপজেলা পরিষদ ভাইস চেয়াম্যান সিরাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা প্রমুখ। নির্যাতনের বিভিষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরুর অবদানের জন্য ঝর্ণা সরকার, অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্যর জন্য পারুল আক্তার, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে অবদানের জন্য মুন্নি আক্তার, সফল জননী হিসেবে মনোয়ারা বেগম ও সমাজ উন্নয়ণে শামছুন নাহারকে সংবর্ধনা শেষে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে। এ সময় সাংবাদিক, রাজনৈতিক ও সমাজের বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here