বিজয় দিবস বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে এস এম সুলতান একাদশ চ্যাম্পিয়ন

0
194
728×90 Banner

নড়াইল প্রতিনিধি : নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিজয় দিবস বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ‘এস এম সুলতান ক্রিকেট একাদশ’ চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
টসে জিতে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ একাদশ এস এম সুলতান ক্রিকেট একাদশকে ব্যাট করতে পাঠায়। ব্যাট করতে নেমে এস এম সুলতান ক্রিকেট একাদশ ৬ উইকেটে ১৪৪ রান করে। জবাবে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ক্রিকেট একাদশ ২০ ওভারে ৭ উইকেটে ১৩৬ রান করে। ফলে ৮ রানে জয়লাভ করে এস এম সুলতান ক্রিকেট একাদশ।
সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন-পুলিশের ডিআইজি শেখ নাজমুল আলম, স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শেখ মোহাম্মদ আমান হাসান, টুর্নামেন্টের ব্যবস্থাপক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এমপি, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, অধ্যক্ষ রওশন আলী, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ছেলে গোলাম মোস্তফা কামাল প্রমুখ।
প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামকে আধুনিকায়ন করা হবে। টুর্নামেন্টে পাঁচটি দল অংশগ্রহণ করে। গত ২৯ ডিসেম্বর খেলার উদ্বোধন করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here