বি.জি.এম.ই.এ সভাপতির বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট

0
1296
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বি.জি.এম.ই.এ সভাপতি ড. রুবানা হক এর জুন মাস থেকে শ্রমিক ছাঁটায়ের দায়িত্বহীন ঘোষণার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি আহসান হাবিব বুলবুল এবং সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ এক বিবৃতিতে বলেন, গার্মেন্টস মালিকরা মহামারী পরিস্থিতিতেও শ্রমিকদের প্রতি ন্যূনতম দায়িত্বপূর্ণ আচরণ না করে লে-অফ ঘোষণার মাধ্যমে এক বছরের কম সময় চাকরিরত শ্রমিকদের কোন আর্থিক ক্ষতিপূরণ না দিয়ে তাৎক্ষণিকভাবে ছাঁটাই এবং অন্য শ্রমিকদের মজুরি কর্তনের সুবিধা নিয়েছে। উৎসব ভাতা থেকে বঞ্চিত করেছে। এপ্রিল থেকে জুন পর্যন্ত ৩ মাসের মজুরি পরিশোধের জন্য সরকার ৫ হাজার কোটি টাকা প্রণোদনা দিয়েছে। প্রণোদনার টাকা নিয়েও অনেক কারখানায় এখনও এপ্রিল মাসের মজুরিই পরিশোধ করেনি। মে মাসের মজুরি বাকি থাকতেই শ্রমিক ছাঁটায়ের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হল। অর্থাৎ গার্মেন্টস মালিকরা বছরের পর বছর এই শ্রমিকদের কম মজুরিতে কাজ করিয়ে, কর্মসংস্থানের অজুহাতে রাষ্ট্রের কাছ থেকে প্রণোদনা আর সুবিধা নিয়ে শত কোটি টাকার সম্পদের মালিক হলেও দুর্যোগ মূহুর্তে শ্রমিকদের এক মাসের দায়িত্ব নেওয়ার মতো মানবিকতাও ধারণ করেন না। উপরোন্ত শ্রম আইনের ২৩ ধারার অপপ্রয়োগ করে শ্রমিকদের ছাঁটাইকালীন ক্ষতিপুরণ প্রদানের দায় থেকে অব্যবহিত পেতে বিভিন্ন কারখানা কর্তৃপক্ষ উস্কানিমূলক আচরণ করে শ্রমিকদের মধ্যে উত্তেজনা তৈরি করছে। তারপর সেই সকল ঘটনাকে ইস্যু করে ২৩ ধারার অপপ্রয়োগ নির্বিঘœ করতে সাধারণ শ্রমিক এবং সংগঠকদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। নেতৃবৃন্দ এই ধরণের অপতৎপরতা বন্ধ না হলে শ্রম অসন্তোষের যে বিস্ফোরণ ঘটবে তার দায় গার্মেন্টস মালিকদের বহন করতে হবে বলে সাবধান বাণী উচ্চারণ করেন।
নেতৃবৃন্দ বলেন, বি.জি.এম.ই.এ সভাপতি কার্যাদেশ কমে যাওয়ার কথা বলেছেন। অথচ আমরা দেখেছি কার্যাদেশের চাপে করোনা সংক্রমণ ঝুঁকির মধ্যেই কারখানা চালু করতে হয়েছে। শুধুমাত্র একটি কোম্পানি এক মাসে ৬৫ লক্ষ পি.পি.ই তৈরি করে রপ্তানি করেছে। তাহলে কোনটি সত্য? নেতৃবৃন্দ শিল্পের উৎপাদনশীলতা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং করোনা মহামারী পরিস্থিতিতে শ্রমিকের জীবন বাঁচাতে শ্রমিক ছাঁটাই, নির্যাতন, হয়রানি বন্ধ করা এবং মার্চ-এপ্রিলের বকেয়া বেতনসহ ঈদ বোনাস এবং মে মাসের বেতন দ্রæত পরিশোধ করার আহবান জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here