মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধকরণে নাটকের ভুমিকা অগ্রণী… আচার্য মু. নজরুল ইসলাম তামিজী

0
98
728×90 Banner

স্টাফ রিপোর্টার : মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধকরণে নাটকের ভুমিকা অগ্রণী বলে অভিমত ব্যক্ত করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার তাত্ত্বিক, সমাজবিজ্ঞানী ও নাট্যজন আচার্য মু. নজরুল ইসলাম তামিজী। তিনি ৩ জানুয়ারি ২০২৩ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে মঞ্চনাটক : ‘বিশ্বহারামী’ প্রদর্শনী উদ্বোধনকালে একথা বলেন। মুক্তিযুদ্ধভিত্তিক এ নাটক রচনা ও নির্দেশনায় ছিলেন শেখ হাসান মহারথী। আদি ঢাকা সাংস্কৃতিক জোট এর সভাপতি বাবুরাম এর সভাপতিত্বে জেসিকা থিয়েটার কর্তৃক নাটকপুর্ব আলোচনায় অংশগ্রহণ করেন বিক্রমপুর শিল্পীগোষ্ঠীর আহবায়ক এস এম শাহজাহান, পথনাটক পরিষদ এর সাধারণ সম্পাদক আহমেদ গিয়াস, পারজোয়ার নাট্য সংসদের সভাপতি আজহার বাঙালী প্রমুখ।
আচার্য তামিজী স্যার আরো বলেন, নাটক হচ্ছে সমাজ নির্মাণের হাতিয়ার। কখনও কখনও সামাজিক বা রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরী হয় নাটক। সামাজিক অনাচার, অবিচার, শোষণ, বঞ্চনা ও কুসংস্কার নিয়ে তৈরি নাটক আমাদের সমাজকে সব সময়ই নাড়া দিয়েছে, পরিবর্তন এনেছে সমাজ মননে। ব্রিটিশ বিরোধী আন্দোলন, সাম্প্রদায়িক দাঙ্গা, ভাষা আন্দোলন, আমাদের মহান মুক্তিযুদ্ধসহ প্রতিটি রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে জনসমর্থন তৈরী করে জনতাকে জাতীয়তা বোধে উদ্বুদ্ধ করতে দেশের প্রত্যন্ত গ্রাম-গঞ্জে মঞ্চস্থ হওয়া যাত্রাপালা এবং নাটক বড় ভূমিকা রেখেছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here